Ajker Patrika

এইচএসসিতে কচুয়ায় ৯৯ শতাংশ পাস

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৩
এইচএসসিতে কচুয়ায় ৯৯ শতাংশ পাস

চাঁদপুরের কচুয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৯৯ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৩৯৩ জন। এ ছাড়া আলিম পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। গতকাল রোববার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলা থেকে ২ হাজার ৪৮৬ জন অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৪৬৮ জন। এর মধ্যে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ, আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৮৫ জন জিপিএ-৫ পেয়ে নবমবারের মতো শতভাগ ফলাফল অর্জন করে উপজেলার শীর্ষে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের ৩০৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪২৬ জন। এঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

অপর দিকে আলিম পরীক্ষায় উপজেলার ৪৪২ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৪৪১ জন পাস করেন। ১৩টি মাদ্রাসার মধ্যে ১২ টিতেই শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত