Ajker Patrika

১৪ ইটভাটা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
১৪ ইটভাটা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

ডুমুরিয়ার ভদ্রা ও হরি নদীর জায়গা দখল করে গড়ে ওঠা ১৪টি ইটভাটাসহ নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব ইটভাটা ও স্থাপনা উচ্ছেদের জন্য ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিচারপতি মো. মজিবর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হরি ও ভদ্রা নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে রিট পিটিশন দায়ের করে।

ইটভাটাগুলো হলো ডুমুরিয়ার কুলবাড়িয়া, বরাতিয়া ও ভদ্রাদিয়া মৌজার ফজলুর রহমানের প্রতিষ্ঠান এসবি ব্রিকস, একই মৌজায় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের মালিকানাধীন কেপিবি ব্রিকস, কুলবাড়িয়া বরাতিয়া ও খর্ণিয়া মৌজার এজাজ আহমেদের সেতু-১ ব্রিকস, শাহজাহান জমাদ্দারের নূরজাহান-১ ব্রিকস, হুমায়ুন কবির ভুলুর কেবি-২ ব্রিকস, কুলবাড়িয়া বরাতিয়ায় শাহজাহান জমাদ্দারের শান ব্রিকস, রানাই মৌজার মো. সোবাহান সানার এফএম ব্রিকস, রানাই মৌজার জাহিদুল ইসলামের কেবি ব্রিকস, ইসমাইল হোসেন বিশ্বাসের আল-মদিনা ব্রিকস, মশিউর রহমানের মেরি ব্রিকস, আব্দুল লতিফ জমাদ্দারের জেবি ব্রিকস, আমিনুর রশিদের লুইন ব্রিকস, চহেড়া মৌজার গাজী আব্দুল হকের সেতু-৪ ব্রিকস এবং রুদাঘরা মৌজার গাজী ইমরানুল করিরের টিএমবি ব্রিকস।

এর আগে হাইকোর্টে রুল জারি করে হরি ও ভদ্রা নদীর সীমানায় দখলদারদের তালিকাসহ ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। আদালতের নির্দেশে খুলনা জেলা প্রশাসন চার সদস্যের একটি কমিটি গঠন করে। জেলা প্রশাসন গত অক্টোবরে এসংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত