মিঠাপুকুরে আরও ৩২ বস্তা চিনি উদ্ধার

মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪১
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৩৮

ছিনতাইয়ের নাটক সাজিয়ে আত্মসাৎ করা চিনির মধ্যে আরও ৩২ বস্তা উদ্ধার করা হয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার মিঠাপুকুরের বালুয়া বন্দরের একটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের বস্তাগুলো উদ্ধার করে। এ নিয়ে এখন পর্যন্ত ৩২০ বস্তার মধ্যে ২১১ বস্তা চিনির খোঁজ পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাকি ১০৯ বস্তা চিনি উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।

ছিনতাই নাটকের মূল হোতা ট্রাকচালক নাজমুল হক ও তাঁর সহকারী ইব্রাহিম মিয়াকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানান এসআই এরশাদ।

ঘটনার সঙ্গে জাহাঙ্গীর হোসেন ও মোস্তফা নামে আরও দুজন জড়িত ছিলেন বলে চালকের উদ্ধৃতি দিয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ট্রাকচালক নাজমুল ও সহকারী ইব্রাহিম ২০ নভেম্বর নরসিংদী থেকে চিনির বস্তাগুলো নিয়ে ঠাকুরগাঁও রওনা দেন। কিন্তু পথে চিনিগুলো আত্মসাৎ করার জন্য মিঠাপুকুর বাজারে মমিনুল ইসলামের গুদামে নামিয়ে রাখেন। পরে তাঁরা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে জানান, ট্রাক আটকিয়ে ৩২০ বস্তা চিনি ছিনতাই হয়েছে।

খবর পেয়ে পণ্যের মালিক হোসাইন জাকারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে কেন্দ্রের ইনচার্জ সেরাজুল ইসলামের জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসে।

এ ঘটনায় চালকের সহকারী ইব্রাহিমকে নিয়ে ২৩ নভেম্বর রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে ১৭৯ বস্তা চিনির খোঁজ পাওয়া যায়। পরদিন হোসাইন জাকারিয়া চিনির মালিকানা দাবি করে দুজনের নামে মিঠাপুকুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ চিনি উদ্ধার করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত