রাজাকার খোকার ফাঁসির রায়ে আনন্দ মিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩২
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৩০

একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এদিকে, ফাঁসির রায়ের খবরে বগুড়ার আদমদীঘিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বেলা সাড়ে ১২টায় আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ‘রাজাকার খোকার ফাঁসির রায় হওয়ায় আমরা আনন্দিত। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তাঁরা।

মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলী বলেন, রাজাকার খোকার ফাঁসির রায় দেওয়ায় খুশি। মৃত্যুর আগে ফাঁসির রায় কার্যকর দেখে যেতে চাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত