Ajker Patrika

বানিয়াচংয়ে শীতকালীন সবজিতে কৃষকের হাসি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ২১
বানিয়াচংয়ে শীতকালীন সবজিতে কৃষকের হাসি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। অধিকাংশ কৃষকের জমি এখন লাল-সবুজের রূপ ধারণ করেছে। আগাম জাতের সবজি বিক্রি করতে পেরে খুশি কৃষক।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, লালশাক, পালং শাকসহ অনেক রকমের সবজি। এই সবজি বানিয়াচংয়ের চাহিদা মেটানোর পাশাপাশি পাশের উপজেলাগুলোতেও বিক্রি হচ্ছে। এতে ভালো মুনাফা অর্জন করছেন বানিয়াচংয়ের কৃষকেরা। কিছু কৃষক আগাম জাতের সবজি রোপণ করায় বাজারে অধিক মূল্যে বিক্রির সুযোগ পাচ্ছেন।

স্থানীয় কৃষক জাহের মিয়া (৪৫) জানান, শীতকালীন সবজি তুলনামূলকভাবে কম সময়ে বাজারে তোলা যায়। এ সময়ে সবজির দামও ভালো পাওয়া যায়। পাশাপাশি পরিবারের সবজির চাহিদা মেটানো সম্ভব হয়। এ ছাড়া সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। মূলধনও তুলনামূলকভাবে কম লাগে। তবে পরিশ্রমটা একটু বেশি করতে হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, ‘উপজেলায় কৃষির ফলন বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।’ ২০২০-২১ অর্থবছরে বানিয়াচংয়ে মোট ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষা করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত