Ajker Patrika

মাসুদ রানার টাইগারের ওজন ৩০ মণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৬
মাসুদ রানার টাইগারের ওজন ৩০ মণ

হাঁটাচলা অনেকটা বাঘের মতো। অপরিচিত লোকজন দেখলেই হুঙ্কার দেয়। ভয়ে পাশে কেউ যেতে চায় না। সাদা-কালো রঙের পুরো শরীর মাংসে ভরা ষাঁড়। তার নাম টাইগার। ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান গরুটি নজর কেড়েছে সবার।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদসংলগ্ন আমবাগানে গত বুধবার বিকেলে প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত প্রদর্শনীতে অংশ নেওয়া ষাঁড়টি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। অনেকে ছবি ও সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।

ষাঁড়টি লালন-পালন করছেন উপজেলার কানসাট এলাকার শিবনারায়ণপুরের মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা।

মধুমতি ডেইরি ফার্মের ম্যানেজার মোশারফ হোসেন বলেন, দেড় বছর আগে স্থানীয় বাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় টাইগারকে কেনা হয়। দেড় বছর পালনের পর এখন ওজন হয়েছে প্রায় ৩০ মণের ওপরে। এখন ষাঁড়টি বিক্রি করলে প্রায় ১২-১৪ লাখ টাকা পাওয়া যাবে।

মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা বলেন, ‘ছোট থেকেই আমার উন্নত জাতের গরু-ছাগল ও গাড়ল পালন করার শখ। তাই টাইগারকে দেড় বছর আগে কিনে লালন-পালন করছি। গরুটি খুব শান্ত প্রকৃতির ও আরাম আয়েশে থাকতে পছন্দ করে। স্বাভাবিকভাবে খড়, ভুসি, গম, খৈল, কলা ও ঘাস খেয়ে থাকে। এ ছাড়া প্রতিদিন লালি ও খৈল দিয়ে ছানা তৈরি করে খেতে দেওয়া হয়। আর তাই ভালোবেসে নাম রেখেছি টাইগার।’

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ বলেন, গরুটি এবারের প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত