Ajker Patrika

দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২১
দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুক যুদ্ধে আহত হয়েছে অর্ধশতাধিক। গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গত বুধবার সন্ধ্যায় দুই পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ২৫ জন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত