ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারের সোনারায় উচ্চবিদ্যালয়ে ৫টি পদের নিয়োগে ৫০ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।
৫ চাকরিপ্রার্থী গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের কাছে এ অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বন্ধের আবেদন করেন। কিন্তু পরীক্ষা বন্ধ করা হয়নি।
অভিযোগ করেন ফজলে রাব্বী, সাহিনা আক্তার বানু, মো. শাহ আলম চৌধুরী, মো. যুবায়ের ইসলাম ও সাহেব আলী। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
বিদ্যালয়ের অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি পাশের উপজেলার ডিমলা সরকারি বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা নেয়। বেলা ৩টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ৫টার দিকে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ফল ঘোষণা করা হয় রাত ৯টার দিকে।
ফল শুনে আয়া পদের পরীক্ষার্থী লুৎফুন নাহার বন্নী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্বজনেরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরিবারের সদস্যদের দাবি, ১২ লাখ টাকা দিয়েও চাকরি না হওয়ায় লুৎফুন নাহার অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ উঠেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অফিস সহকারী পদে ২২ জন, কম্পিউটার অপারেটর পদে ৯, অফিস সহায়ক পদে ৬, আয়া পদে ১৩ ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৯ জন আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সব প্রার্থীকে ডাকা হয়নি। ৫ পদে প্রায় ৫০ লাখ টাকার বাণিজ্য করে আগেই প্রার্থী ঠিক করে রাখে পরিচালনা কমিটি। তারা পছন্দের প্রার্থীদেরই পরীক্ষা জন্য ডাকে।
চাকরিপ্রার্থী আবুল কালাম আজাদ দাবি করেন, ‘একটি পদের জন্য ১৫ লাখ টাকা দিতে হবে বলে আভাস দিয়েছিলেন নিয়োগ কমিটির লোকজন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায় বলেন, ‘আমরা সঠিক নিয়মে কোনো অর্থ লেনদেন ছাড়া মেধার ভিত্তিতেই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়েছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফিরোজ চৌধুরী বলেন, ‘আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে চাপে রাখতে কিছু মানুষ ষড়যন্ত্র করছেন।’
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, ‘অভিযোগকারীরা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে অভিযোগ করেন। তাই শেষ মুহূর্তে পরীক্ষা বন্ধ করা সম্ভব হয়নি। তবে তাঁদের অভিযোগটি খতিয়ে দেখা হবে।’
নীলফামারীর ডোমারের সোনারায় উচ্চবিদ্যালয়ে ৫টি পদের নিয়োগে ৫০ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।
৫ চাকরিপ্রার্থী গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের কাছে এ অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বন্ধের আবেদন করেন। কিন্তু পরীক্ষা বন্ধ করা হয়নি।
অভিযোগ করেন ফজলে রাব্বী, সাহিনা আক্তার বানু, মো. শাহ আলম চৌধুরী, মো. যুবায়ের ইসলাম ও সাহেব আলী। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
বিদ্যালয়ের অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি পাশের উপজেলার ডিমলা সরকারি বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা নেয়। বেলা ৩টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ৫টার দিকে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ফল ঘোষণা করা হয় রাত ৯টার দিকে।
ফল শুনে আয়া পদের পরীক্ষার্থী লুৎফুন নাহার বন্নী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্বজনেরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরিবারের সদস্যদের দাবি, ১২ লাখ টাকা দিয়েও চাকরি না হওয়ায় লুৎফুন নাহার অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ উঠেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অফিস সহকারী পদে ২২ জন, কম্পিউটার অপারেটর পদে ৯, অফিস সহায়ক পদে ৬, আয়া পদে ১৩ ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৯ জন আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সব প্রার্থীকে ডাকা হয়নি। ৫ পদে প্রায় ৫০ লাখ টাকার বাণিজ্য করে আগেই প্রার্থী ঠিক করে রাখে পরিচালনা কমিটি। তারা পছন্দের প্রার্থীদেরই পরীক্ষা জন্য ডাকে।
চাকরিপ্রার্থী আবুল কালাম আজাদ দাবি করেন, ‘একটি পদের জন্য ১৫ লাখ টাকা দিতে হবে বলে আভাস দিয়েছিলেন নিয়োগ কমিটির লোকজন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায় বলেন, ‘আমরা সঠিক নিয়মে কোনো অর্থ লেনদেন ছাড়া মেধার ভিত্তিতেই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়েছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফিরোজ চৌধুরী বলেন, ‘আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে চাপে রাখতে কিছু মানুষ ষড়যন্ত্র করছেন।’
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, ‘অভিযোগকারীরা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে অভিযোগ করেন। তাই শেষ মুহূর্তে পরীক্ষা বন্ধ করা সম্ভব হয়নি। তবে তাঁদের অভিযোগটি খতিয়ে দেখা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে