Ajker Patrika

ডুমুরিয়ায় যুবলীগের ১১ নেতা বহিষ্কার

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬
ডুমুরিয়ায় যুবলীগের ১১ নেতা বহিষ্কার

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন যুবলীগের ১১ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গফ্ফার বাওয়ালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন শোভনা ইউপির ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মোড়ল, যুবলীগের সদস্য প্রসেনজিৎ মল্লিক। ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তপন পশারী, সদস্য মো. শফিকুল খান রোস্তম। ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জিল্লুর বাগাতী ও সদস্য আবু সাঈদ। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য দিপু শেখ। ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ মণ্ডল অমিত ও সদস্য সুভঙ্কর রায়। ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য কুমারেশ বৈদ্য ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য সাধন সরদার।

উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শোভনা ইউপি থেকে নৌকার মনোনয়ন পান সরদার আব্দুল গণি। নির্বাচনে আব্দুল গণির পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করার অপরাধে খর্নিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের ৯ নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়েছে। এই নেতা-কর্মীদের স্থায়ীভাবে বহিষ্কার করতে উপজেলায় সুপারিশ পাঠানো হয়েছে। বহিষ্কার নেতা-কর্মীরা হলেন-১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ মোড়ল, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সদস্য আলতাফ বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সদস্য জামাল শেখ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাত্তার শেখ, ৪ নম্বর খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সদস্য নিমাই চন্দ্র মল্লিক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাত্তার শেখ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোজাফফর ফকির।

৪ নম্বর খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও সম্পাদক তুলসী দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ নভেম্বর উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আফরোজা খানম মিতার নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় ওই ৯ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থায়ীভাবে বহিষ্কারের জন্য খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও সম্পাদক তুলসী দেবনাথের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। বহিষ্কারের অনুলিপি গত সপ্তাহে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত