Ajker Patrika

বঙ্গবন্ধুর ম্যুরালে বসে ধূমপান, সমালোচনা

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ২৫
বঙ্গবন্ধুর ম্যুরালে বসে ধূমপান, সমালোচনা

যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (ম্যুরালে) বসে কয়েক তরুণের আড্ডার সময় ধূমপানের একটি ছবি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে এমন ঘটনা ঘটে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন পত্র জমাদান। যে কারণে উপজেলা চত্বরে ভিড় করছেন বিভিন্ন পদপ্রার্থী ও কর্মী-সমার্থকেরা। তবে তাঁদের চলাফেরায় ক্ষুব্ধ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ। তা ছাড়া বঙ্গবন্ধু ম্যুরালে জুতা পায়ে উঠে ধূমপান করছেন প্রার্থীদের সঙ্গে আসা এসব কর্মী-সমার্থকেরা। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

এ দিকে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। উপজেলা পরিষদ ও প্রশাসনকে ম্যুরালটিকে অবহেলিত না রেখে সংরক্ষণের দাবি জানিয়ে ফেসবুকে নানান পোস্ট দিয়েছেন অনেকে। এমন কাজের প্রতিবাদে ছবি তুলে প্রতিবাদী বিভিন্ন কথা লিখে পোস্ট করেছেন অনেকেই।

রাকিব হাসান নামে একজন পোস্ট করেছেন, ‘বঙ্গবন্ধু ম্যুরালে মনের সুখে সিগারেটে টান। হ্যাঁ আজ এমনটাই দেখলাম বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর। যা দেখে আমি হতবাক। এদের কি কোনো শ্রদ্ধাবোধ নেই। নাকি অন্য কিছু বোঝাতে চান তাঁরা?’

তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদপ্রার্থীর কর্মী-সমার্থকেরা উপজেলা চত্বরে ভিড় করছেন। আর তাঁদের চলাফেরা, বচন–ভঙ্গি কেমন সেটা না হয় বললাম না। তবে যে নেতা কর্মীরা আসছেন কে কি রাজনৈতিক আদর্শের সেটা মুখ্য বিষয় নয়। কিন্তু বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে উঠে মনের সুখে সিগারেট খাবে। এ কাজকে আমি ঘৃণা করি। ধিক্কার জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরালে বসে ধূমপানের বিষয়ে তদন্ত চলছে। প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত