Ajker Patrika

পার্কে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ২০
পার্কে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকার নবনির্মিত ইকোপার্ক থেকে সবুজ হাসান (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় জনসাধারণ ও পুলিশ মনে করছে তাঁকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সবুজ হাসান পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলির ছেলে ও স্থানীয় একটি তিলের খাজা কারখানা শ্রমিক ছিলেন।

জানা যায়, বুধবার সকালে চর মিলাপাড়া এলাকার শ্মশানঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা হায়দার আলী বলেন, মঙ্গলবার রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সে আর বাড়িতে ফেরেনি। রাত ১টার দিকে কারখানা থেকে অজ্ঞাত একজন সবুজকে ডেকে নিয়ে গেছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়ে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীর পরিচয় ও হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ওসি জানান, এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত