Ajker Patrika

ওরা আর ক্যাম্পাসে ফিরবে না কখনো

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৪৭
ওরা আর ক্যাম্পাসে ফিরবে না কখনো

করোনাকালে ছয় প্রিয় মুখকে হারিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গত দেড় বছরে দীর্ঘ বন্ধে না ফেরার দেশে চলে গেছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক-শিক্ষার্থী। এর মধ্যে দুজন শিক্ষক ও চারজন শিক্ষার্থী রয়েছেন। জানা যায়, আগামী ৩১ অক্টোবর থেকে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়। কিন্তু ওই ছয় শিক্ষক-শিক্ষার্থী আর কখনো ফিরবেন না চিরচেনা ক্যাম্পাসে।

তবে বন্ধু, সহপাঠী, সহকর্মী, স্বজন ও শিক্ষক সবাই তাঁদের মনে রেখেছেন। আবেগ আর ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়জন বিয়োগের কথা লিখছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. শামীম মাহবুবুল হক গত বছর ১৪ অক্টোবর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মারা যান। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আখতার (৪৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান গত বছর ৯ জুলাই। তিনি খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ তম ব্যাচের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯)। ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সুমি খুলনার ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা এলাকার ইউনুচ আলীর মেয়ে।

চিরকুট লিখে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুর রহিম। গত বছর ৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

এ ছাড়া শারীরিক অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। স্থাপত্য ডিসিপ্লিনের সাবেক ছাত্র ১৫তম ব্যাচের এস এম ফরহাদ হাফিজ নিশু মারা যান গত ৫ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত