Ajker Patrika

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০: ৩৬
ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে পদ না পাওয়া নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। গত রোববার বেলা দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় ঢাকামুখী লেন প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকামুখী লেনে আটকে পড়ে অর্ধশত যানবাহন। এ সময় পুলিশ এসে ধাওয়া দিলে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাব্বি জানান, কোনো সম্মেলন ছাড়াই গত ১৫ ডিসেম্বর গভীর রাতে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করেন। কমিটিতে যোগ্যদের অবমূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সেই কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।

ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, ‘বারবার আহ্বান করা সত্ত্বেও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলন করতে ব্যর্থ হয়। তাই সংগঠনকে গতিশীল করার জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে যাঁরা পদ পাননি, তাঁরা নানা অভিযোগ করছেন।’

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে তাঁরা রাস্তা ছেড়ে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত