বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ভারত রঙ মহোৎসব’ ও ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশের ছয়টি নাট্যদল।
ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২৩তম ‘ভারত রঙ মহোৎসব ২০২৪’-এ অংশ নেবে ম্যাড থেটার (আনা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিল্লি ও ভারতের অন্যান্য শহরে ৫টি নাটকের ১০টি প্রদর্শনী করবে দলগুলো।
ভারতে যাওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্যদলগুলো মিলে ঢাকায় একটি উৎসব করছে। ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’ শিরোনামে এই উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ম্যাড থেটারের ‘আনা ফ্রাঙ্ক’। আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের পূর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলসমূহকে নিয়ে দেশে নাট্যোৎসবের আয়োজন এবারই প্রথম।
অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি থেকে কেরালায় শুরু হতে যাওয়া কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের ‘৪.৪৮ মন্ত্রাস’। ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে নাটকটির দুটি প্রদর্শনী। উৎসবে ভারতীয় নাট্যদলের পাশাপাশি থাকবে বাংলাদেশ, ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিসিয়া, চিলি ও ফিলিস্তিনের ৮টি নাট্যদল।
কেরালা যাওয়ার আগে আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য ৪.৪৮ মন্ত্রাস নাটকের দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি। এটি নাট্যদলটির দ্বিতীয় প্রযোজনা। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।
‘ভারত রঙ মহোৎসব’ ও ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশের ছয়টি নাট্যদল।
ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২৩তম ‘ভারত রঙ মহোৎসব ২০২৪’-এ অংশ নেবে ম্যাড থেটার (আনা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রিপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিল্লি ও ভারতের অন্যান্য শহরে ৫টি নাটকের ১০টি প্রদর্শনী করবে দলগুলো।
ভারতে যাওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্যদলগুলো মিলে ঢাকায় একটি উৎসব করছে। ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’ শিরোনামে এই উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ম্যাড থেটারের ‘আনা ফ্রাঙ্ক’। আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের পূর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলসমূহকে নিয়ে দেশে নাট্যোৎসবের আয়োজন এবারই প্রথম।
অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি থেকে কেরালায় শুরু হতে যাওয়া কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের ‘৪.৪৮ মন্ত্রাস’। ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে নাটকটির দুটি প্রদর্শনী। উৎসবে ভারতীয় নাট্যদলের পাশাপাশি থাকবে বাংলাদেশ, ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিসিয়া, চিলি ও ফিলিস্তিনের ৮টি নাট্যদল।
কেরালা যাওয়ার আগে আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য ৪.৪৮ মন্ত্রাস নাটকের দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি। এটি নাট্যদলটির দ্বিতীয় প্রযোজনা। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে