Ajker Patrika

নেতাদের হাত মেলানোর পর কর্মীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নেতাদের হাত মেলানোর পর কর্মীদের হাতাহাতি

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের মধ্যে উত্তেজনা ভোটের শুরু থেকেই। এই পরিস্থিতিতে গত সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ দুজনকে নিয়ে বৈঠক করেন। সেখানে দুজন হাত মিলিয়ে পরস্পরকে আলিঙ্গন করে সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন। কিন্তু এর এক দিন পরই হাতাহাতি-মারামারিতে জড়িয়েছেন দুই প্রার্থীরা কর্মী-সমর্থকেরা। পুড়িয়ে দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী কার্যালয়ও। 

উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে এনামুল হকের অন্তত সাতজন কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তাঁর ভাই বজলুর রহমান ও স্থানীয় যুবলীগ নেতা আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জিল্লুর রহমান আগে এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। তিনি স্থানীয় একটি কলেজের প্রভাষক। 

জিল্লুর রহমান জানান, তাঁদের গ্রামে নৌকা ছাড়া কাঁচি প্রতীকের কোনো পোস্টার নেই। নৌকার পোস্টার টানানো হলেই খুলে নিয়ে যাওয়া হয়। দুপুরে তিনি কয়েকজন কর্মীকে নিয়ে আবার পোস্টার টানান। এরপর তাঁরা দোকানে চা পান করছিলেন। তখন নৌকার প্রার্থীর ১৫-২০ জন সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরেন। হামলাকারীরা তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়েছেন।  

একই দিন দুপুরে হামিরকুৎসা এলাকায় এনামুল হকের নারী কর্মীদের প্রচারকাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাহাড়পুর ও বালানগর গ্রামে পৃথক দুই ঘটনায় আহত তিনজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাকিরুল ইসলাম সান্টু বলেন, যাঁদের মারধর করা হয়েছে, তাঁদের কাছ থেকে এলাকার অনেকেই টাকাপয়সা পান। খোঁজখবর নিয়ে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত