নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিতসহ বিভিন্ন সরকারি সংস্থা ও অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তায় নেমেছেন দাবিদাওয়া নিয়ে। এসব দাবিতে চলছে অনশন, অবস্থান, মানববন্ধন ও সমাবেশ। দাবির পরিপ্রেক্ষিতে চলছে পদত্যাগ ও পদায়নের হিড়িক। তাঁরা বলছেন, বিগত সরকারের কাছে দীর্ঘদিন এসব দাবির কথা জানালেও সমাধান পাননি।
‘তথ্য আপা’দের বিক্ষোভ
রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা। তাঁরা জানান, তথ্য আপা প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগে দুই হাজারের বেশি নারী কর্মরত আছেন। চলতি বছর বর্তমান জনবলসহ প্রকল্পটি রাজস্বকরণ করা হবে বলে তাঁদের জানানো হয়েছিল।
বিক্ষোভের সময় অন্তরা মিত্র নামের একজন বলেন, ‘আমরা আমাদের চাকরির রাজস্বকরণ চাইছি। আশা করছি, আমাদের দাবি পূরণ হবে।’
আইজিও প্রকল্পের আউটসোর্সিংয়ে কর্মরতদের স্থায়ী করার দাবি
মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে কর্মরত জনবলকে স্থায়ীকরণের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রকল্পের প্রশিক্ষক ও কর্মচারীরা। গতকাল দুপুরে এ দাবিতে যমুনার সামনে মানববন্ধন করেন তাঁরা।
বিক্ষোভকারীরা বলেন, প্রকল্পের সমাপ্তিতে সব জনবল বেকার হয়ে মানসিকভাবে অসহায়। বিষয়টি বিবেচনা করে প্রকল্পে কর্মরত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করে কর্মসংস্থান নিশ্চিত করা হোক।
রাজস্বকরণের দাবিতে ডিজি অবরুদ্ধ
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান করেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য ভবনের গেট বন্ধ করে অবস্থান করেন তাঁরা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারী সিরাজুস সালেকিন বলেন, প্রকল্পের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে, প্রকল্পের মেয়াদ শেষে ক্ষেত্র সহকারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়নি।
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ফিল্ডে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদেরও চাওয়া, তারা আসুক। তাদের দাবিদাওয়া ওপরে উপস্থাপন করব।’
চাকরি ফেরত চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে দুপুর ১২টা থেকে আমরণ অনশন ও অবস্থান করেছেন। ফলে ভবনের ভেতরে রাত ৮টা পর্যন্ত অবরুদ্ধ থাকেন আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সন্ধ্যায় আন্দোলনের প্রধান সমন্বয়ক চাকরিচ্যুত উপপরিদর্শক ফিরোজ আহম্মেদসহ পাঁচ সদস্যের একটি দল আইজিপির দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করে।
ফিরোজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইজিপি অযৌক্তিক ও অন্যায়ভাবে যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের বিস্তারিত কারণ, কাগজপত্রসহ আবেদন করতে বলেছেন। আমাদের সব দাবিদাওয়া তিনি মেনে নিয়েছেন।’
চাকরি জাতীয়করণের দাবি গ্রাম পুলিশের
চাকরি জাতীয়করণের দাবিতে ‘বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি’র ব্যানারে গত বুধবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা।
কমিটির প্রধান সমন্বয়কারী লাল মিয়া গতকাল সমাবেশে বলেন, ‘গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না।’
স্থায়ী চাকরি চান বিমানের কেবিন ক্রুরাও
চাকরি স্থায়ীকরণসহ ২০ দফা দাবিতে কর্মবিরতির হুমকি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়নের নেতারা। গতকাল সকাল থেকে বাংলাদেশ বিমানের প্রায় ৪০ জন কেবিন ক্রু বিমানের পরিচালক (কাস্টমার সার্ভিস) হায়াত-উদ-দৌলা খানের রুমে অবস্থান নেন। দাবি পূরণ না হলে ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতির হুঁশিয়ারি জানান তাঁরা।
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা অবস্থান নিয়ে দাবি পেশ করেছেন। তাঁদের উচিত, এই মুহূর্তে আন্দোলন না করে কাজে মন দেওয়া। কারণ, বর্তমানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের এমন কেউ নেই, যাঁরা সিদ্ধান্ত দিতে পারেন।
চলছে পদত্যাগ, অপসারণের দাবিও
হলে বৈধ সিট নিশ্চিত করা ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গতকাল দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অঙ্গীভূত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ তাঁদের হলের ‘অবৈধ শিক্ষার্থী’ আখ্যা দিয়ে হলে রাজনৈতিকভাবে যে সিট বরাদ্দ দেওয়া হতো, সেখানে থাকা শিক্ষার্থীদের ১৮ ও ১৯ আগস্টের মধ্যে হল ছেড়ে যেতে বলা হয়েছে। তাঁরা বলেন, ‘২০ ও ২১ আগস্ট ভাইভা নেওয়ার মাধ্যমে প্রশাসন হলে ওঠানোর আশ্বাস দিয়েছে। কিন্তু এই দুই দিন আমরা কোথায় থাকব? অথচ এত দিন হলের ৭০ শতাংশ সিট রাজনৈতিক বলয়ে ছিল।’
অন্যদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পিআইবির প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে ৭ আগস্ট থেকে বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা।
বেতন গ্রেড বৃদ্ধির দাবি উপজেলা সমবায় কর্মকর্তাদের
দশম গ্রেডে থাকা উপজেলা সমবায় কর্মকর্তাদের ৯ম গ্রেড এবং ১১তম গ্রেডে থাকা পরিদর্শকের পদটি দশম গ্রেডে করার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার কর্মকর্তারা-কর্মচারীরা। গতকাল শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এসব দাবি জানান তাঁরা।
অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম কর্মকর্তা ও কর্মচারীদের পদ আপগ্রেডেশনের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘অধিদপ্তরের পদ আপগ্রেডেশনের ক্ষমতা নেই। এখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সময়ের মধ্যে এ-সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে।’
শেখ হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিতসহ বিভিন্ন সরকারি সংস্থা ও অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তায় নেমেছেন দাবিদাওয়া নিয়ে। এসব দাবিতে চলছে অনশন, অবস্থান, মানববন্ধন ও সমাবেশ। দাবির পরিপ্রেক্ষিতে চলছে পদত্যাগ ও পদায়নের হিড়িক। তাঁরা বলছেন, বিগত সরকারের কাছে দীর্ঘদিন এসব দাবির কথা জানালেও সমাধান পাননি।
‘তথ্য আপা’দের বিক্ষোভ
রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা। তাঁরা জানান, তথ্য আপা প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগে দুই হাজারের বেশি নারী কর্মরত আছেন। চলতি বছর বর্তমান জনবলসহ প্রকল্পটি রাজস্বকরণ করা হবে বলে তাঁদের জানানো হয়েছিল।
বিক্ষোভের সময় অন্তরা মিত্র নামের একজন বলেন, ‘আমরা আমাদের চাকরির রাজস্বকরণ চাইছি। আশা করছি, আমাদের দাবি পূরণ হবে।’
আইজিও প্রকল্পের আউটসোর্সিংয়ে কর্মরতদের স্থায়ী করার দাবি
মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে কর্মরত জনবলকে স্থায়ীকরণের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রকল্পের প্রশিক্ষক ও কর্মচারীরা। গতকাল দুপুরে এ দাবিতে যমুনার সামনে মানববন্ধন করেন তাঁরা।
বিক্ষোভকারীরা বলেন, প্রকল্পের সমাপ্তিতে সব জনবল বেকার হয়ে মানসিকভাবে অসহায়। বিষয়টি বিবেচনা করে প্রকল্পে কর্মরত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করে কর্মসংস্থান নিশ্চিত করা হোক।
রাজস্বকরণের দাবিতে ডিজি অবরুদ্ধ
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান করেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য ভবনের গেট বন্ধ করে অবস্থান করেন তাঁরা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা ক্ষেত্র সহকারী সিরাজুস সালেকিন বলেন, প্রকল্পের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে, প্রকল্পের মেয়াদ শেষে ক্ষেত্র সহকারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়নি।
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘ফিল্ডে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদেরও চাওয়া, তারা আসুক। তাদের দাবিদাওয়া ওপরে উপস্থাপন করব।’
চাকরি ফেরত চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে দুপুর ১২টা থেকে আমরণ অনশন ও অবস্থান করেছেন। ফলে ভবনের ভেতরে রাত ৮টা পর্যন্ত অবরুদ্ধ থাকেন আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সন্ধ্যায় আন্দোলনের প্রধান সমন্বয়ক চাকরিচ্যুত উপপরিদর্শক ফিরোজ আহম্মেদসহ পাঁচ সদস্যের একটি দল আইজিপির দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করে।
ফিরোজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইজিপি অযৌক্তিক ও অন্যায়ভাবে যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের বিস্তারিত কারণ, কাগজপত্রসহ আবেদন করতে বলেছেন। আমাদের সব দাবিদাওয়া তিনি মেনে নিয়েছেন।’
চাকরি জাতীয়করণের দাবি গ্রাম পুলিশের
চাকরি জাতীয়করণের দাবিতে ‘বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি’র ব্যানারে গত বুধবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা।
কমিটির প্রধান সমন্বয়কারী লাল মিয়া গতকাল সমাবেশে বলেন, ‘গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না।’
স্থায়ী চাকরি চান বিমানের কেবিন ক্রুরাও
চাকরি স্থায়ীকরণসহ ২০ দফা দাবিতে কর্মবিরতির হুমকি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়নের নেতারা। গতকাল সকাল থেকে বাংলাদেশ বিমানের প্রায় ৪০ জন কেবিন ক্রু বিমানের পরিচালক (কাস্টমার সার্ভিস) হায়াত-উদ-দৌলা খানের রুমে অবস্থান নেন। দাবি পূরণ না হলে ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতির হুঁশিয়ারি জানান তাঁরা।
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁরা অবস্থান নিয়ে দাবি পেশ করেছেন। তাঁদের উচিত, এই মুহূর্তে আন্দোলন না করে কাজে মন দেওয়া। কারণ, বর্তমানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের এমন কেউ নেই, যাঁরা সিদ্ধান্ত দিতে পারেন।
চলছে পদত্যাগ, অপসারণের দাবিও
হলে বৈধ সিট নিশ্চিত করা ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গতকাল দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অঙ্গীভূত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ তাঁদের হলের ‘অবৈধ শিক্ষার্থী’ আখ্যা দিয়ে হলে রাজনৈতিকভাবে যে সিট বরাদ্দ দেওয়া হতো, সেখানে থাকা শিক্ষার্থীদের ১৮ ও ১৯ আগস্টের মধ্যে হল ছেড়ে যেতে বলা হয়েছে। তাঁরা বলেন, ‘২০ ও ২১ আগস্ট ভাইভা নেওয়ার মাধ্যমে প্রশাসন হলে ওঠানোর আশ্বাস দিয়েছে। কিন্তু এই দুই দিন আমরা কোথায় থাকব? অথচ এত দিন হলের ৭০ শতাংশ সিট রাজনৈতিক বলয়ে ছিল।’
অন্যদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পিআইবির প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে ৭ আগস্ট থেকে বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা।
বেতন গ্রেড বৃদ্ধির দাবি উপজেলা সমবায় কর্মকর্তাদের
দশম গ্রেডে থাকা উপজেলা সমবায় কর্মকর্তাদের ৯ম গ্রেড এবং ১১তম গ্রেডে থাকা পরিদর্শকের পদটি দশম গ্রেডে করার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার কর্মকর্তারা-কর্মচারীরা। গতকাল শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এসব দাবি জানান তাঁরা।
অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম কর্মকর্তা ও কর্মচারীদের পদ আপগ্রেডেশনের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘অধিদপ্তরের পদ আপগ্রেডেশনের ক্ষমতা নেই। এখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সময়ের মধ্যে এ-সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে