স্থানীয় প্রতিনিধিরাই আজকের পত্রিকার নেপথ্য নায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ২৯
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৯: ২১

আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেছেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি খবর পরিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছে দিতে “সারা দেশের স্থানীয় দৈনিক” স্লোগানে এগিয়ে যাচ্ছে আজকের পত্রিকা। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যতিক্রমী সাংবাদিকতার চর্চা করছি আমরা। এভাবে দেশ ও মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।’ গতকাল শনিবার রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে ঢাকার চারপাশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ড. গোলাম রহমান বলেন, ‘আজকের পত্রিকার কাজের নেপথ্য নায়ক জেলা ও উপজেলা প্রতিনিধিরা। তাঁদের আন্তরিক প্রচেষ্টা পত্রিকার প্রচার ও প্রসার ঘটাতে সাহায্য করছে। ইতিমধ্যে আমরা পাঠকদের সাড়া পাচ্ছি।’

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলন হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে সম্মেলন চলে দুপুর পর্যন্ত।

এ সময় নিজেদের কাজের পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন সাভারের নিজস্ব প্রতিবেদক অরূপ রায়, গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান, শ্রীপুরের রাতুল মণ্ডল, কালীগঞ্জের রিয়াদ হোসেন, কালিয়াকৈরের রাজিব আল আরাফাত, কাপাসিয়ার আনিসুল ইসলাম, টঙ্গীর নাইমুল হাসান, মুন্সিগঞ্জের শুভ ঘোষ, সিরাজদিখানের আব্দুল্লাহ আল মাসুদ, শ্রীনগরের হামিদুল ইসলাম লিংকন, টঙ্গিবাড়ীর মো. মাসুম, গজারিয়ার শাহাদত হোসেন সায়মন, মানিকগঞ্জের মঞ্জুর রহমান, ঘিওরের আব্দুর রাজ্জাক, সিঙ্গাইরের সুজন মোল্লা, শিবালয়ের শহিদুল ইসলাম, দৌলতপুরের মাহবুব আলম, ঢাকার কেরানীগঞ্জের নাজিম উদ্দিন, দোহারের শরীফ হাসান, নবাবগঞ্জের আব্দুস শাকুর উল্লাস, সাভারের রিফাত মেহেদী, নারায়ণগঞ্জের সোনারগাঁর শেখ ফরিদ, বন্দরের সাবিত আল হোসেন, সিদ্ধিরগঞ্জের শরিফুল ইসলাম তনয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসেন প্রমুখ।

সম্পাদক ছাড়াও সম্মেলনে বক্তব্য দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, নির্বাহী সম্পাদক সেলিম খান, উপদেষ্টা সম্পাদক মামুন আবদুল্লাহ, উপসম্পাদক হাফিজুর রশিদ, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মোমিনূর রশিদ সিদ্দীকি, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, বিজ্ঞাপন ইনচার্জ খন্দকার সাজিদ ইকবাল ও যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ মুঈনুল হক।

সম্মেলনে ছয়জন প্রতিনিধিকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত