Ajker Patrika

নির্বাচনের আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
নির্বাচনের আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন দিন আগে জালাল উদ্দিন (৫৭) নামের এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জালাল উদ্দিন উপজেলার কাকুনাখাই গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংশ্লিষ্ট ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ জালাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য প্রার্থী জালাল উদ্দিন তার পাশের গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে যান। উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তিনি তার বুকে ব্যথা অনুভব করেন। এ সময় স্থানীয়রা জালাল উদ্দিনকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জালাল উদ্দিন উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে টানা দুইবার তিনি ওই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনেও তিনি প্রার্থী (ফুটবল প্রতীক) ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত