Ajker Patrika

৫ বছর ধরে সেতু ভাঙা সংস্কারে নেই উদ্যোগ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
৫ বছর ধরে সেতু ভাঙা  সংস্কারে নেই উদ্যোগ

শরীয়তপুরের গোসাইরহাটে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দুটি সেতু।

স্থানীয়রা জানান, পাঁচ বছর ধরে ভাঙা সেতু দুটি ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তাঁরা। প্রায় সময়ই ঘটে দুর্ঘটনা অথচ সেতু দুটি সংস্কারের কোনো উদ্যোগ নেননি সংশ্লিষ্টরা। তাঁরা সেতু দুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর গোয়ালকুয়া ও তর গোয়ালকুয়ার মাঝামাঝি দুটি খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ওই সেতু দুটি।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন কয়েক হাজার মানুষ ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতু দুটি দিয়ে যাতায়াত করছে। সেতু দুটির বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়েছে। এ ছাড়া সেতুর দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

দক্ষিণ হলইপট্টি গ্রামের বাসিন্দা শংকর মণ্ডল বলেন, ‘৫ বছর ধরে এই সেতু ভেঙে পড়ে আছে। এই গ্রামের মানুষের যাতায়াতে অনেক কষ্ট হয়, আমরা বাচ্চাদের নিয়ে যাতায়াত করতে পারি না। অনেককেই সেতু সংস্কারের জন্য বলা হয়েছে; কিন্তু কোনো সমাধান আসছে না।’

তর গোয়ালকুয়া গ্রামের মো. ইউনুস তালুকদার বলেন, বর্তমানে এই ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে এলাকার মানুষ পারাপার হচ্ছে। সেতুতে যানবাহন উঠলে কেঁপে ওঠে। যেকোনো সময় এটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।

ইটালকুয়া গ্রামের শ্যামলাল মিস্ত্রি বলেন, কয়েক বছর ধরে সেতুর রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর ওপর যাতায়াতের স্থান ভেঙে রড বের হয়ে গেছে। কোনোমতে যাতায়াত করছেন এলাকাবাসী।

ইটালকুয়া নূরানি মাদ্রাসার শিক্ষক আব্দুল কবির বলেন, ‘আমরা অনেক কষ্টে যাতায়াত করছি। আমাদের তিনটি গ্রামের লোকজনের চলাচলের এই একটাই পথ।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে এলাকাবাসী অনেকবার জানিয়েছেন, তাঁরা কোনো কর্ণপাত করেন না।

এলাকাবাসী জানান, সেতু দুটি যানবাহন চলাচলের একমাত্র পথ। প্রতিদিন শত শত মানুষ এবং ছাত্রছাত্রী এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। সংশ্লিষ্টদের উচিত বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতু দুটি পুনর্নির্মাণ করা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গোসাইরহাট উপজেলা কার্যালয়ের প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস বলেন, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর আগে সেতু দুটি নির্মিত হয়েছিল। বর্তমানে দুটিই চলাচলের অনুপযোগী। নতুন সেতু নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রাক্কলনের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুত প্রকল্প অনুমোদন হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত