Ajker Patrika

চার ইউপিতে একাধিক বিদ্রোহী

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৪৬
চার ইউপিতে একাধিক বিদ্রোহী

মির্জাপুরে পঞ্চম ধাপে আট ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। এসব প্রার্থী নৌকার বিষফোড়া হয়ে দাঁড়াতে পারে বলে দলের তৃণমূলের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন। ৫ জানুয়ারি এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জাপুর উপজেলার ১৪টি ইউপি ও ১টি পৌরসভার মধ্যে ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে মহেড়া, আনাইতার, উয়ার্শী ও বাশতৈলের চারটি ইউপিতে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এ ছাড়া বানাইল, ভাতগ্রাম, গোড়াই ও জামুর্কী ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মহেড়া ইউপিতে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নূপুরের বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. বাদশা মিয়া।

আনাইতারা ইউপিতে নৌকার প্রার্থী মীর শরীফ হোসেনের বিরুদ্ধে দুই বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ময়নাল। উয়ার্শী ইউপিতে নৌকার প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক। তাঁর বিরুদ্ধে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি ও সাধারণ সম্পাদক মনির হোসেন খান। বাঁশতৈল ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী তিন নেতা লড়ছেন। এঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামসুল আলম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হেলাল দেওয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল মিয়া।

চার ইউপির মধ্যে তিন ইউপির ছয় বিদ্রোহী প্রার্থীকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হলেও উয়ার্শী ইউপির দুই বিদ্রোহী প্রার্থীকে এখনো বহিষ্কার করা হয়নি। অবশ্য ঋণখেলাপির দায়ে ওই ইউপির দলীয় প্রার্থী মাহাবুব আলম মল্লিকের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা উন্মুক্ত রেখেছে উপজেলা আওয়ামী লীগ।

এদিকে গত ২৮ ডিসেম্বর উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেয়ে প্রচার শুরু করেছেন। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি ও সাধারণ সম্পাদক মনির হোসেন খানও তাঁদের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় ওই ইউপিতে নৌকার প্রার্থীরা বেকায়দায় পড়েছেন বলে তৃণমূলের নেতা-কর্মীরা জানিয়েছেন।

মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামের বাসিন্দা জহির উদ্দিন, বাঁশতৈল ইউপির গায়রাবেতিল গ্রামের আলাউদ্দিন, আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের খন্দকার আলমগীর হোসেন এবং উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম গ্রামের আনোয়ার হোসেনসহ অনেকেই জানান, বিদ্রোহীরা নৌকার জন্য কাল হতে পারেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল বলেন, ‘বিদ্রোহীরা অবশ্যই দল মনোনীত প্রার্থীর জন্য সমস্যা। আমরা প্রতিনিয়ত বিদ্রোহীদের সঙ্গে কথা বলছি। যেকোনো উপায়ে নির্বাচনের আগে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত