Ajker Patrika

করোনা টিকা না নিলে সেবা নয় গোপালপুরে

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৬
করোনা টিকা না নিলে সেবা নয় গোপালপুরে

গোপালপুরে এবার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’। টিকার বাইরে থাকা শতকরা ৪৫ শতাংশ মানুষকে আওতায় আনতে এমন ঘোষণা দিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। গতকাল বৃহস্পতিবার কমিটির এক জরুরি সভায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় উপজেলার সব ইউপির চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ উপজেলার লোকসংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৫৮৩। এর মধ্যে ২ লাখ ৮ হাজার ৩০৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত ৫৫ শতাংশ মানুষকে প্রথম ডোজ এবং ৩৮ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুষ্টার ডোজ পেয়েছেন মাত্র ২ শতাংশ মানুষ। আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এক কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে।

এ কর্মসূচির আওতায় উপজেলার এক পৌরসভা ও ৭ ইউনিয়নে ৫০ হাজার মানুষকে প্রথম দফা টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে আগামী শনিবার থেকে ইপিআই কর্মসূচির পাশাপাশি সাধারণ কর্মদিবসে পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি চলবে। এত কম লোকবল নিয়েও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ৫০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে যারা টিকা গ্রহণ করবেন না তাঁরা হাসপাতালসহ সরকারি অফিস থেকে কোনো ধরনের সেবা পাবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, করোনার টিকাদানে গতি আনতে নানা কৌশল নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত