কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন হিমালয়ের চূড়ায়। তিনি দেশকে বিশ্বদরবারে রোল মডেলে পরিণত করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা অবহেলিত জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সমাজের মূল স্রোতোধারায় নেওয়ার কর্মকাণ্ড হাতে নিয়েছেন, যা ৭৫ পরবর্তী কোনো সরকার নেয়নি।’
গতকাল রোববার সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫২ ধরনের সেবা দেওয়া অব্যাহত রয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক লালমনিরহাট মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারী মোসলেম উদ্দিন প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রকাশ করা হয়েছে ‘আমরা হেঁটেছি যারা’ গ্রন্থটি। এর মোড়ক উন্মোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় ১২০ জন উপকারভোগীকে চেক দেওয়া হয়।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন হিমালয়ের চূড়ায়। তিনি দেশকে বিশ্বদরবারে রোল মডেলে পরিণত করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা অবহেলিত জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সমাজের মূল স্রোতোধারায় নেওয়ার কর্মকাণ্ড হাতে নিয়েছেন, যা ৭৫ পরবর্তী কোনো সরকার নেয়নি।’
গতকাল রোববার সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫২ ধরনের সেবা দেওয়া অব্যাহত রয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক লালমনিরহাট মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক মো. আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারী মোসলেম উদ্দিন প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রকাশ করা হয়েছে ‘আমরা হেঁটেছি যারা’ গ্রন্থটি। এর মোড়ক উন্মোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় ১২০ জন উপকারভোগীকে চেক দেওয়া হয়।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে