দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারের পদ্মাতীরবর্তী কুতুবপুর ও বিলাশপুর ঘাট এলাকায় ভাঙনে প্রায় অর্ধশত বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে সড়কে রাত কাটাচ্ছেন নদীতীরবর্তী ওই এলাকার মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে উপজেলার বিলাশপুর ইউনিয়নে এই ভাঙন দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিলাশপুর ঘাট ও কুতুবপুর গ্রামে পদ্মাতীরবর্তী এলাকায় গত সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে আবাদি জমিসহ প্রায় অর্ধশত বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে অনেকের বসতঘর, বড় গাছ, ফসলসহ জমিও রয়েছে।
কুতুবপুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব মিরাজ শেখ, মানিক মিয়া, আব্দুস সালাম, হযরত আলী, দবির মিয়াসহ কয়েকজন বলেন, বর্ষার পানি আসার পরই থেমে থেমে এলাকা ভাঙছে। এর আগে পার্শ্ববর্তী মধুরচর এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় আবাদি জমি ও শতাধিক কাঁচা বাড়িঘর ভাঙনের শিকার হয়েছে।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ চোকদার বলেন, ‘গ্রামবাসীকে নিয়ে নদীতীরবর্তী প্রায় তিন কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করেছি, এর
পুরোটাই নদীতে বিলীন হয়ে গেছে। কুতুবপুর গ্রামে নদীভাঙন ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আমরা স্বেচ্ছাশ্রমে ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশের আলম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরে ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি।
প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানের বাসিন্দাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকার প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও সহযোগিতা করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ‘বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানকে জানানো হয়েছে। শিগগিরই সেনাবাহিনীর মাধ্যমে
জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। সারা দেশের ৫৪টি ভাঙনপ্রবণ এলাকার মধ্যে দোহারের পদ্মা রক্ষা বাঁধ চূড়ান্ত হয়েছে। সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধান করবেন।’
ঢাকার দোহারের পদ্মাতীরবর্তী কুতুবপুর ও বিলাশপুর ঘাট এলাকায় ভাঙনে প্রায় অর্ধশত বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে সড়কে রাত কাটাচ্ছেন নদীতীরবর্তী ওই এলাকার মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে উপজেলার বিলাশপুর ইউনিয়নে এই ভাঙন দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিলাশপুর ঘাট ও কুতুবপুর গ্রামে পদ্মাতীরবর্তী এলাকায় গত সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে আবাদি জমিসহ প্রায় অর্ধশত বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে অনেকের বসতঘর, বড় গাছ, ফসলসহ জমিও রয়েছে।
কুতুবপুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব মিরাজ শেখ, মানিক মিয়া, আব্দুস সালাম, হযরত আলী, দবির মিয়াসহ কয়েকজন বলেন, বর্ষার পানি আসার পরই থেমে থেমে এলাকা ভাঙছে। এর আগে পার্শ্ববর্তী মধুরচর এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় আবাদি জমি ও শতাধিক কাঁচা বাড়িঘর ভাঙনের শিকার হয়েছে।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ চোকদার বলেন, ‘গ্রামবাসীকে নিয়ে নদীতীরবর্তী প্রায় তিন কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করেছি, এর
পুরোটাই নদীতে বিলীন হয়ে গেছে। কুতুবপুর গ্রামে নদীভাঙন ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আমরা স্বেচ্ছাশ্রমে ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশের আলম বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরে ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি।
প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানের বাসিন্দাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকার প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও সহযোগিতা করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ‘বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানকে জানানো হয়েছে। শিগগিরই সেনাবাহিনীর মাধ্যমে
জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। সারা দেশের ৫৪টি ভাঙনপ্রবণ এলাকার মধ্যে দোহারের পদ্মা রক্ষা বাঁধ চূড়ান্ত হয়েছে। সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধান করবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে