Ajker Patrika

করোনার বুস্টার ডোজ শুরু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ও মেহেরপুর সংবাদদাতা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৮
করোনার বুস্টার ডোজ শুরু

কুষ্টিয়া ভেড়ামারায় করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দিষ্ট বুথে ষাটোর্ধ্ব এ টিকা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন জানান, ওমিক্রনের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে ষাটোর্ধ্ব ও ফন্ট লাইনারদের বুস্টার ডোজের টিকা অবশ্যই নিতে হবে। ইতিমধ্যে যাঁরা মোবাইলে এসএমএস পেয়েছেন শুধু তাঁদের বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে। ইতিপূর্বে ১০০ জনকে এসএমএস দিলে গতকাল ৪০ জন টিকা নিতে আসেন। তিনি বলেন, শুরুতে ৬০ ঊর্ধ্বে ও ফন্ট লাইনারদের এসএমএস দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। তবে যাঁদের দুই ডোজের টিকা নেওয়ার ৬ মাস অতিক্রম করেছে শুধু তাঁরাই তৃতীয় ডোজের (বুস্টার) টিকা গ্রহণ করতে পারবেন।

গ্রহীতাদের টিকা কার্ড এবং জাতীয় পরিচয়পত্র আনতে হবে বলেও জানান ড. নুরুল আমিন।

এ ছাড়া উপজেলায় ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৬ হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। গতকাল দুপুর পর্যন্ত ভেড়ামারা পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯৯৬ জন টিকা নেয়। উপজেলায় ২০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

এদিকে মেহেরপুরে শুরু হয়েছে বুস্টার ডোজ। ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্ব ৩০০ জনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসএমএস পাঠানো হয়েছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বুস্টার ডোজের টিকা নিয়েছেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. অলোক কুমার দাস। জেলা স্টেডিয়াম মাঠে এ টিকা দানের আয়োজন করা হয়। প্রতিদিন ৩০০ মানুষকে বুস্টার ডোজের টিকার এসএমএস পাঠানো হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, সদর উপজেলায় বুস্টার ডোজ নিয়েছেন ৪৭ জন আর গাংনী উপজেলায় বুস্টার ডোজ নিয়েছেন ১২৬ জন মানুষ। ফ্রন্টলাইনার যাঁরা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস অতিবাহিত হয়েছে তাঁরাই বুস্টার ডোজ নিতে পারবেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস বলেন, আমরা চেষ্টা করছি জেলার ৯০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। তবে গ্রামের অনেকে টিকা নিতে আগ্রহী নন। জানুয়ারি থেকে গ্রাম পর্যায়ে ঘরে ঘরে গিয়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত