Ajker Patrika

আজ থেকে রবীন্দ্রসংগীত সম্মেলন ও নজরুল উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ থেকে রবীন্দ্রসংগীত সম্মেলন ও নজরুল উৎসব

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।

একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’—বোধনসংগীত হিসেবে কবিগুরুর এই গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এবার রবীন্দ্র পদক প্রদান করা হবে শিল্পী মুস্তাফা মনোয়ারকে।

৪২তম এই অধিবেশনে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার ৭ শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, ‘সম্মিলন পরিষদের এই রবীন্দ্রসংগীত সম্মেলন কেবল সংগীত, আবৃত্তি বা নৃত্যচর্চার ভেতরেই সীমিত থাকে না। সমাজের নানা রকম অসংগতি ও দুর্ভোগ থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা হয়।’

নজরুল উৎসব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পীরাএদিকে, আজ থেকে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় নজরুল উৎসব। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।

এবারের অনুষ্ঠানে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও রচনার ভিত্তিতে নৃত্য। খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুশতারী, নাশিদ কামাল, ফেরদৌস আরাসহ শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি সারা দেশ থেকে আগাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন উৎসবে। ভারত থেকে আসবেন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, পায়েল কর, দেবারতি চক্রবর্তী প্রমুখ।

প্রতিবারের মতো এবারও উৎসবে শুদ্ধসুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে ইউটিউবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত