বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।
একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’—বোধনসংগীত হিসেবে কবিগুরুর এই গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এবার রবীন্দ্র পদক প্রদান করা হবে শিল্পী মুস্তাফা মনোয়ারকে।
৪২তম এই অধিবেশনে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার ৭ শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, ‘সম্মিলন পরিষদের এই রবীন্দ্রসংগীত সম্মেলন কেবল সংগীত, আবৃত্তি বা নৃত্যচর্চার ভেতরেই সীমিত থাকে না। সমাজের নানা রকম অসংগতি ও দুর্ভোগ থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা হয়।’
এদিকে, আজ থেকে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় নজরুল উৎসব। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।
এবারের অনুষ্ঠানে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও রচনার ভিত্তিতে নৃত্য। খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুশতারী, নাশিদ কামাল, ফেরদৌস আরাসহ শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি সারা দেশ থেকে আগাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন উৎসবে। ভারত থেকে আসবেন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, পায়েল কর, দেবারতি চক্রবর্তী প্রমুখ।
প্রতিবারের মতো এবারও উৎসবে শুদ্ধসুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে ইউটিউবে।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।
একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’—বোধনসংগীত হিসেবে কবিগুরুর এই গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এবার রবীন্দ্র পদক প্রদান করা হবে শিল্পী মুস্তাফা মনোয়ারকে।
৪২তম এই অধিবেশনে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার ৭ শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, ‘সম্মিলন পরিষদের এই রবীন্দ্রসংগীত সম্মেলন কেবল সংগীত, আবৃত্তি বা নৃত্যচর্চার ভেতরেই সীমিত থাকে না। সমাজের নানা রকম অসংগতি ও দুর্ভোগ থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা হয়।’
এদিকে, আজ থেকে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় নজরুল উৎসব। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।
এবারের অনুষ্ঠানে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও রচনার ভিত্তিতে নৃত্য। খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুশতারী, নাশিদ কামাল, ফেরদৌস আরাসহ শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি সারা দেশ থেকে আগাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন উৎসবে। ভারত থেকে আসবেন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, পায়েল কর, দেবারতি চক্রবর্তী প্রমুখ।
প্রতিবারের মতো এবারও উৎসবে শুদ্ধসুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে ইউটিউবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে