Ajker Patrika

দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ১৩

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ১৭
দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ১৩

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে। গতকাল রোববার এই সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদে ভোট হয়। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ভোট গণনা শেষে ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে আলি আজগর খান বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তালা প্রতীকের আ. মতিন ছৈয়াল। ভোটের ফল ঘোষণার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার মুন্সীর হাট নদীর পাড়ে দফায় দফায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

পরাজিত প্রার্থী মতিন ছৈয়াল বলেন, ‘আলি আজগর খান নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই আমাদের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে। আমি প্রতিবাদ করলে আজ (রোববার) সকালে তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে ও বোমা নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জন লোক আহত হয়েছেন।’

বিজয়ী প্রার্থী আলি আজগর খান বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর আজ মানুষের সঙ্গে দেখা করতে গেলে মতি ছৈয়াল তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। পরে আমার লোকজন নিয়ে প্রতিবাদ করি।’

শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘প্রায় ৫ শতাধিক লোকের মধ্যে চতুরমুখী হামলা-সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখনো কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত