বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের পর্যটনকেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনেও আশানুরূপ পর্যটক আসেননি গতকাল শুক্রবার। এদিকে জেলার কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক মানুষ দেখা গেলেও তাঁদের বেশির ভাগই আশপাশের এলাকার। তাঁরা সকালে এসে বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সন্ধ্যায় ফিরে যান। ‘ভ্রাম্যমাণ পর্যটকের’ কারণে হোটেল-রিসোর্টগুলো ফাঁকা থেকে যাচ্ছে।
বান্দরবানের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্ট ও পরিবহনমালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এ ছাড়া পরের দিন শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি। এ ধরনের সুযোগ বান্দরবানে সাধারণত যে পরিমাণ পর্যটক থাকে, এবার সেই তুলনায় কম পর্যটক এসেছেন।
বান্দরবান শহরের কাছেই অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই কেন্দ্র পরিচালনা করে জেলা প্রশাসন। এখানে জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এখান থেকে বান্দরবান শহরের সৌন্দর্য উপভোগ ছাড়াও বিকেলে সূর্যাস্ত দেখার জন্য বিপুলসংখ্যক পর্যটক ভিড় জমান।
নীলাচল পর্যটনকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাপ্তাহিক ছুটির দিন থাকলেও গতকাল শুক্রবার তুলনামূলকভাবে পর্যটক কম এসেছেন। বরং বৃহস্পতিবার বান্দরবানে বিপুল পর্যটকের আগমন ঘটেছে।
নীলাচল পর্যটনকেন্দ্রের ইনচার্জ আদীব বড়ুয়া জানান, গতকাল বেলা ৩টা পর্যন্ত নীলাচলে প্রায় সাড়ে ৩০০ পর্যটক টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছেন। বিকেলের দিকে আরও কিছু পর্যটক আসতে পারেন বলে তিনি আশা করেন। তিনি জানান, বৃহস্পতিবার নীলাচলে প্রায় সাড়ে ৬০০ পর্যটক এসেছিলেন। এ তুলনায় সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল পর্যটকের সংখ্যা কম বলে তিনি মনে করেন।
আদীব বড়ুয়া জানান, গত কয়েক দিন বান্দরবানে বেশ গরম পড়ছে। তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় মানুষ বাইরে ঘুরতে বের হতে পারছেন না। এ জন্য এ সময় বান্দরবানে পর্যটকের আগমন কম। তিনি আরও জানান, বাইরের জেলার পর্যটকের সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় এ বছর অনেক কম। তবে আশপাশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়ার লোকজন বেশি এসেছেন বলে তিনি জানান।
বান্দরবানের আরেক পর্যটনকেন্দ্র মেঘলাতেও একই অবস্থা। মেঘলা পরিচালনায় যুক্ত ব্যক্তিরা জানান, কয়েক দিন অতিরিক্ত তাপমাত্রার কারণে ছুটির দিনেও তুলনামূলকভাবে পর্যটক কম দেখা যাচ্ছে। তবে স্বাধীনতা দিবসের ছুটিতে শনিবার পর্যটকের আগমন বেশি হবে বলে মেঘলার কর্মীরা আশা করেন।
বান্দরবান শহরের ভালো মানের কয়েকটি আবাসিক হোটেল-রিসোর্টে প্রায় সব রুম বুকিং থাকলেও সাধারণ মানের হোটেলগুলোতে রুমের বেশির ভাগ খালি। বান্দরবানের গ্রিন হিল হোটেলের ম্যানেজার জানান, গতকাল বিকেল পর্যন্ত তাঁদের হোটেলের কিছু রুম বুকিং ছাড়া রয়েছে। তবে আজকের জন্য রুম প্রায় সবগুলোই বুকিং আছে।
বান্দরবানে পর্যটনকেন্দ্রিক পরিবহনগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবারের তুলনায় গতকাল গাড়িভাড়া অনেক কম পেয়েছেন। গরমের কারণে লোকজন হোটেলে থাকছেন। ফলে তাঁদের অনেক গাড়ি ভাড়া হচ্ছে না।
বান্দরবানে পর্যটনকেন্দ্রিক জিপ-মাহেন্দ্র মালিক সমিতির সূত্রে জানা গেছে, জেলা সদরে সমিতির আওতায় অন্তত ৬০০ জিপ, মাহেন্দ্র (চাঁদের গাড়ি) রয়েছে। এর বাইরেও ব্যক্তিমালিকানায় কিছু গাড়ি রয়েছে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ছোট মাহেন্দ্র রয়েছে।
জিপ-মাহেন্দ্র মালিক সমিতির সদস্য সাফায়েত হোসেন বলেন, তাঁর গাড়ি ভাড়া হলেও পর্যটক কম হওয়ায় অনেক গাড়িই ভাড়া হচ্ছে না। গরমের কারণে লোকজন গাড়ি নিয়ে কম বের হচ্ছেন। এই মৌসুমে বান্দরবানে বিগত সময়ে যে পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে, সেই তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা অনেক কম।
বান্দরবানের পর্যটনকেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনেও আশানুরূপ পর্যটক আসেননি গতকাল শুক্রবার। এদিকে জেলার কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক মানুষ দেখা গেলেও তাঁদের বেশির ভাগই আশপাশের এলাকার। তাঁরা সকালে এসে বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সন্ধ্যায় ফিরে যান। ‘ভ্রাম্যমাণ পর্যটকের’ কারণে হোটেল-রিসোর্টগুলো ফাঁকা থেকে যাচ্ছে।
বান্দরবানের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্ট ও পরিবহনমালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এ ছাড়া পরের দিন শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি। এ ধরনের সুযোগ বান্দরবানে সাধারণত যে পরিমাণ পর্যটক থাকে, এবার সেই তুলনায় কম পর্যটক এসেছেন।
বান্দরবান শহরের কাছেই অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই কেন্দ্র পরিচালনা করে জেলা প্রশাসন। এখানে জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এখান থেকে বান্দরবান শহরের সৌন্দর্য উপভোগ ছাড়াও বিকেলে সূর্যাস্ত দেখার জন্য বিপুলসংখ্যক পর্যটক ভিড় জমান।
নীলাচল পর্যটনকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাপ্তাহিক ছুটির দিন থাকলেও গতকাল শুক্রবার তুলনামূলকভাবে পর্যটক কম এসেছেন। বরং বৃহস্পতিবার বান্দরবানে বিপুল পর্যটকের আগমন ঘটেছে।
নীলাচল পর্যটনকেন্দ্রের ইনচার্জ আদীব বড়ুয়া জানান, গতকাল বেলা ৩টা পর্যন্ত নীলাচলে প্রায় সাড়ে ৩০০ পর্যটক টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছেন। বিকেলের দিকে আরও কিছু পর্যটক আসতে পারেন বলে তিনি আশা করেন। তিনি জানান, বৃহস্পতিবার নীলাচলে প্রায় সাড়ে ৬০০ পর্যটক এসেছিলেন। এ তুলনায় সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল পর্যটকের সংখ্যা কম বলে তিনি মনে করেন।
আদীব বড়ুয়া জানান, গত কয়েক দিন বান্দরবানে বেশ গরম পড়ছে। তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় মানুষ বাইরে ঘুরতে বের হতে পারছেন না। এ জন্য এ সময় বান্দরবানে পর্যটকের আগমন কম। তিনি আরও জানান, বাইরের জেলার পর্যটকের সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় এ বছর অনেক কম। তবে আশপাশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়ার লোকজন বেশি এসেছেন বলে তিনি জানান।
বান্দরবানের আরেক পর্যটনকেন্দ্র মেঘলাতেও একই অবস্থা। মেঘলা পরিচালনায় যুক্ত ব্যক্তিরা জানান, কয়েক দিন অতিরিক্ত তাপমাত্রার কারণে ছুটির দিনেও তুলনামূলকভাবে পর্যটক কম দেখা যাচ্ছে। তবে স্বাধীনতা দিবসের ছুটিতে শনিবার পর্যটকের আগমন বেশি হবে বলে মেঘলার কর্মীরা আশা করেন।
বান্দরবান শহরের ভালো মানের কয়েকটি আবাসিক হোটেল-রিসোর্টে প্রায় সব রুম বুকিং থাকলেও সাধারণ মানের হোটেলগুলোতে রুমের বেশির ভাগ খালি। বান্দরবানের গ্রিন হিল হোটেলের ম্যানেজার জানান, গতকাল বিকেল পর্যন্ত তাঁদের হোটেলের কিছু রুম বুকিং ছাড়া রয়েছে। তবে আজকের জন্য রুম প্রায় সবগুলোই বুকিং আছে।
বান্দরবানে পর্যটনকেন্দ্রিক পরিবহনগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবারের তুলনায় গতকাল গাড়িভাড়া অনেক কম পেয়েছেন। গরমের কারণে লোকজন হোটেলে থাকছেন। ফলে তাঁদের অনেক গাড়ি ভাড়া হচ্ছে না।
বান্দরবানে পর্যটনকেন্দ্রিক জিপ-মাহেন্দ্র মালিক সমিতির সূত্রে জানা গেছে, জেলা সদরে সমিতির আওতায় অন্তত ৬০০ জিপ, মাহেন্দ্র (চাঁদের গাড়ি) রয়েছে। এর বাইরেও ব্যক্তিমালিকানায় কিছু গাড়ি রয়েছে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ছোট মাহেন্দ্র রয়েছে।
জিপ-মাহেন্দ্র মালিক সমিতির সদস্য সাফায়েত হোসেন বলেন, তাঁর গাড়ি ভাড়া হলেও পর্যটক কম হওয়ায় অনেক গাড়িই ভাড়া হচ্ছে না। গরমের কারণে লোকজন গাড়ি নিয়ে কম বের হচ্ছেন। এই মৌসুমে বান্দরবানে বিগত সময়ে যে পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে, সেই তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা অনেক কম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে