Ajker Patrika

‘তোর কারণে ফেল করেছি’ বলেই আঘাত

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ২৭
‘তোর কারণে ফেল করেছি’ বলেই আঘাত

‘তোরে কইলাম ভোট থেকে সরে দাঁড়া, তুই আমার কথা শুনলিনে। তোর কারণে আমরা ফেল করেছি। এমন বাগ্‌বিতণ্ডার মধ্যে হাতে থাকা রড জাতীয় বস্তু দিয়ে আমার মাথা লক্ষ্যে করে সজোরে আঘাত করে। আমাকে জখম করেছে রবিউল সরদার।’

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কাতর কণ্ঠে কথা গুলো বলছিলেন ডুমুরিয়া সদর ইউপি’র ৭ নং ওয়ার্ডে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী সুমন সরদার। ঘটনাটি ঘটেছে গত রোববার সদর বাজারের মাদ্রাসা সড়কে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নের ৭ নং আরাজি সাজিয়াড়া ওয়ার্ডে সদস্য পদে যুবলীগ নেতা সুমন সরদারসহ (৩৮) আরও ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটে সুমন শতাধিক ভোটের ব্যবধানে পরাজিত হন।

অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে একই এলাকার ইজিবাইক চালক রবিউল ইসলাম সরদারের এক আত্মীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও হেরে যান। রবিউল ইসলামের ধারণা সুমন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় তার আত্মীয় পরাজিত হয়েছে।

এতে রবিউল ক্ষিপ্ত হয়ে সুমনকে কাছে পেয়ে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে রবিউল তার হাতে থাকা ইজিবাইকের টুলস (রড জাতীয় বস্তু) দিয়ে সুমনের মাথায় সজোরে আঘাত করেন। এতে সুমন গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত