নদীতে বালু উত্তোলন করায় আটক ৪

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
Thumbnail image

সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে জালালাবাদ থানা-পুলিশ।

গত শুক্রবার বিকেলে শহরতলির চেংগেরখাল নদীতে বালু তোলার সময় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সাইদুর রহমান, সুজন মিয়া, দীন ইসলাম ও মইনুল ইসলাম।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল খান বলেন, সিলেট শহরতলির বাদাঘাট সংলগ্ন চেংগেরখাল এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। নদী তীর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় আশপাশের এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলাও হয়েছে। গত শুক্রবার বালু উত্তোলনের সময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত তাহমিনা আক্তারকে অবগত করলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার নির্দেশ দেন। পরে পুলিশের একটি দল অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকা চারজনকে আটক করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত তাহমিনা আক্তার বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত