চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-নড়াইল সড়কের গাছ চুরির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। গত বুধবার কোতোয়ালি থানায় এই মামলা করা হয়। মামলায় আট লাখেরও বেশি টাকার মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের হাসানুজ্জামান, কচুয়া গ্রামের আক্তার হোসেন, ফতেপুর গ্রামের সামছুর রহমান ও রাজিবুল ইসলাম এবং ঘোপ গ্রামের আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামানের নির্দেশে সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ হোসেন এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ থেকে দায়তলা পর্যন্ত বন বিভাগের দরপত্রের মাধ্যমে যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে থেকে ৩৩টি মাঝারি আকারের মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে গেছে।
লিখিত এজাহারে আরও বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওই ৩৩টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার মূল্য আট লাখ ৪৮ হাজার ৩ শ’ ৭৫ টাকা। ওই পাঁচ আসামির সঙ্গে আরও ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের সহযোগী মিলে গাছ কেটে নসিমনযোগে অন্য স্থানে নিয়ে যায়। গত ১৭ ও ১৯ এপ্রিল ঘটনা শোনার পর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন তদন্ত করেন। তদন্তে উল্লেখিতদের সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁরা জেলা পরিষদের পক্ষ থেকে গাছে বসানো নম্বর প্লেট তুলে ফেলে ওই মেহগনি গাছ কেটে নেয়।’
যদিও স্থানীয়দের দাবি, নীলগঞ্জ থেকে দায়তলা ব্রিজ পর্যন্ত বন বিভাগের দরপত্রের বাইরেও বেশ কিছু মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার সংখ্যা ৩৩ নয়, শতাধিক হবে।
সূত্রে জানা যায়, যশোর-নড়াইল সড়ককে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। চার লেন করতে হলে গাছ কাটার প্রয়োজন পড়ে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগকে দ্রুত গাছ অপসারণের চিঠি দেয়। সে মোতাবেক গত ২ জানুয়ারি যশোর শহরের নীলগঞ্জ সেতু হতে সদর উপজেলার দায়তলা সেতু পর্যন্ত ২৭টি লটে ২ হাজার ৫২২টি গাছ দরপত্র হয়। যার বিক্রীত মূল্য ছিল ২৬ লাখ ২৯ হাজার ৪৯৪ টাকা এবং যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে মান্দারতলা পর্যন্ত আটটি লটে ৪৯২টি গাছের বিক্রীত মূল্য ছিল পাঁচ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর-নড়াইল সড়কের গাছ চুরির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। গত বুধবার কোতোয়ালি থানায় এই মামলা করা হয়। মামলায় আট লাখেরও বেশি টাকার মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের হাসানুজ্জামান, কচুয়া গ্রামের আক্তার হোসেন, ফতেপুর গ্রামের সামছুর রহমান ও রাজিবুল ইসলাম এবং ঘোপ গ্রামের আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামানের নির্দেশে সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ হোসেন এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ থেকে দায়তলা পর্যন্ত বন বিভাগের দরপত্রের মাধ্যমে যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে থেকে ৩৩টি মাঝারি আকারের মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে গেছে।
লিখিত এজাহারে আরও বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওই ৩৩টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার মূল্য আট লাখ ৪৮ হাজার ৩ শ’ ৭৫ টাকা। ওই পাঁচ আসামির সঙ্গে আরও ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের সহযোগী মিলে গাছ কেটে নসিমনযোগে অন্য স্থানে নিয়ে যায়। গত ১৭ ও ১৯ এপ্রিল ঘটনা শোনার পর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন তদন্ত করেন। তদন্তে উল্লেখিতদের সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁরা জেলা পরিষদের পক্ষ থেকে গাছে বসানো নম্বর প্লেট তুলে ফেলে ওই মেহগনি গাছ কেটে নেয়।’
যদিও স্থানীয়দের দাবি, নীলগঞ্জ থেকে দায়তলা ব্রিজ পর্যন্ত বন বিভাগের দরপত্রের বাইরেও বেশ কিছু মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার সংখ্যা ৩৩ নয়, শতাধিক হবে।
সূত্রে জানা যায়, যশোর-নড়াইল সড়ককে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। চার লেন করতে হলে গাছ কাটার প্রয়োজন পড়ে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগকে দ্রুত গাছ অপসারণের চিঠি দেয়। সে মোতাবেক গত ২ জানুয়ারি যশোর শহরের নীলগঞ্জ সেতু হতে সদর উপজেলার দায়তলা সেতু পর্যন্ত ২৭টি লটে ২ হাজার ৫২২টি গাছ দরপত্র হয়। যার বিক্রীত মূল্য ছিল ২৬ লাখ ২৯ হাজার ৪৯৪ টাকা এবং যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে মান্দারতলা পর্যন্ত আটটি লটে ৪৯২টি গাছের বিক্রীত মূল্য ছিল পাঁচ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে