Ajker Patrika

রাতে সড়কের গাছ চুরি জেলা পরিষদের মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩: ১১
রাতে সড়কের গাছ চুরি জেলা পরিষদের মামলা

যশোর-নড়াইল সড়কের গাছ চুরির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। গত বুধবার কোতোয়ালি থানায় এই মামলা করা হয়। মামলায় আট লাখেরও বেশি টাকার মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলায় যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের হাসানুজ্জামান, কচুয়া গ্রামের আক্তার হোসেন, ফতেপুর গ্রামের সামছুর রহমান ও রাজিবুল ইসলাম এবং ঘোপ গ্রামের আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামানের নির্দেশে সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ হোসেন এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ থেকে দায়তলা পর্যন্ত বন বিভাগের দরপত্রের মাধ্যমে যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে থেকে ৩৩টি মাঝারি আকারের মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে গেছে।

লিখিত এজাহারে আরও বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওই ৩৩টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার মূল্য আট লাখ ৪৮ হাজার ৩ শ’ ৭৫ টাকা। ওই পাঁচ আসামির সঙ্গে আরও ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের সহযোগী মিলে গাছ কেটে নসিমনযোগে অন্য স্থানে নিয়ে যায়। গত ১৭ ও ১৯ এপ্রিল ঘটনা শোনার পর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন তদন্ত করেন। তদন্তে উল্লেখিতদের সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁরা জেলা পরিষদের পক্ষ থেকে গাছে বসানো নম্বর প্লেট তুলে ফেলে ওই মেহগনি গাছ কেটে নেয়।’

যদিও স্থানীয়দের দাবি, নীলগঞ্জ থেকে দায়তলা ব্রিজ পর্যন্ত বন বিভাগের দরপত্রের বাইরেও বেশ কিছু মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার সংখ্যা ৩৩ নয়, শতাধিক হবে।

সূত্রে জানা যায়, যশোর-নড়াইল সড়ককে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। চার লেন করতে হলে গাছ কাটার প্রয়োজন পড়ে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগকে দ্রুত গাছ অপসারণের চিঠি দেয়। সে মোতাবেক গত ২ জানুয়ারি যশোর শহরের নীলগঞ্জ সেতু হতে সদর উপজেলার দায়তলা সেতু পর্যন্ত ২৭টি লটে ২ হাজার ৫২২টি গাছ দরপত্র হয়। যার বিক্রীত মূল্য ছিল ২৬ লাখ ২৯ হাজার ৪৯৪ টাকা এবং যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে মান্দারতলা পর্যন্ত আটটি লটে ৪৯২টি গাছের বিক্রীত মূল্য ছিল পাঁচ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত