বড়দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৩
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১

যিশুখ্রিষ্টের জন্মদিন ও বড়দিনে রাজশাহী মহানগরে সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এ নিষেধাজ্ঞা জারি করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে তিনি এ নিষেধাজ্ঞা দেন।

আদেশে বলা হয়েছে, বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করবেন। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এর আগে সব ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পপরিসরে করা হয়েছে।

আরএমপির পক্ষ থেকে বলা হয়, এবারের বড়দিনে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার এবং অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত