Ajker Patrika

বেঁধে দেওয়া দামে মিলছে না সার

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫২
বেঁধে দেওয়া দামে মিলছে  না সার

নাটোরের বাগাতিপাড়ায় ডিলারেরা সরকারের বেঁধে দেওয়া দামে সার বিক্রি করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বস্তাপ্রতি ইউরিয়া সারে ১০০ টাকা এবং টিএসপি সারে ১৫০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কৃষকেরা জানান, বস্তাপ্রতি ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ৮০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৯০০ টাকা। আর টিএসপি সারের বস্তা ১ হাজার ১০০ টাকার জায়গায় কিনতে হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

সোনাপাতিল এলাকার কৃষক রাশেদুল কবির বলেন, মালঞ্চি বাজারের ডিলার বজ্রংলাল আগারওয়ালের কাছে ইউরিয়া সার কিনতে গেলে ৯০০ টাকার কমে বিক্রি করতে অস্বীকৃতি জানান। তবে ডিলার বজ্রংলাল দাবি করেন, কোনো সারের দাম বেশি নেওয়া হচ্ছে না। তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কেউ যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করে থাকেন, তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত