Ajker Patrika

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে বাদ পড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পলিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিয়ে আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত সনদ পেলেও পরে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণের জন্য ভারতের শিকারপুরের রিসেপশন ক্যাম্পে নিবন্ধন হই, পরে জমসেদপুর ক্যাম্পে পাঠানো হয়। উপজেলায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অন্তত ৪০০ মানুষ স্বীকৃতির আশায় আছেন।

সাজাহান আলী নামের একজন বলেন, ‘২০১৪ সালে সরকারের নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করলেও ২০১৭ সালে প্রহসনের যাচাই-বাছাইয়ে মুক্তিযুদ্ধে আমাদের কোনো অবদান নেই বলে উল্লেখ করা হয়, যা আমাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের কাছে অপমানজনক।’

মানববন্ধনে বাদ পড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত