আজকের পত্রিকা ডেস্ক
আজ বুধবার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট। এই ধাপের নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি, কোটালীপাড়ার ৩টি, ফরিদপুরের মধুখালীর ৪টি ও রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে। তবে ভোট নিয়ে এসব এলাকায় রয়েছে নানা শঙ্কা। প্রশাসন বলছে, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নেই।
পঞ্চম ধাপে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলোতে দলটি থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। ফলে এই ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনো নৌকা প্রতীকের প্রার্থী নেই। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারণ সদস্য পদে ৮১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এখানে ১৩৫টি ভোট কেন্দ্রের ৪৯৭টি বুথে ভোট হবে। এর মধ্যে শুধুমাত্র চন্দ্রদিঘলিয়ায় ইউনিয়নে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
এর আগে গতকাল মঙ্গলবার কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন অফিস থেকে গতকাল বিকেল ৩টায় এসব উপকরণ বিতরণ শুরু হয়। এ সময় মালামাল বুঝে নেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা।
গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতায় ৬টি ইউনিয়নে নির্বাচন না হলেও ১৫টি ইউনিয়নের ভোট হচ্ছে।
এ ছাড়া কোটালীপাড়ার তিনটি ইউনিয়নে শুধু সদস্য পদে ভোট হবে। উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হিরণ ইউনিয়নে মাজাহারুল আলম পান্না, কুশলা ইউনিয়নে চৌধুরী সুলতান মাহামুদ কালু ও কলাবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট বিজন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তাই এই তিন ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। এ সব ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১০২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার/ভিডিপি দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা একসঙ্গে কাজ করছে।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের একটি মোবাইল ফোর্স, প্রতি তিন ইউনিয়নে একটি স্ট্রাইকিং ফোর্স, ১৬টি ইউনিয়নে র্যাবের দুটি টহল দল ও একটি স্ট্রাইকিং ফোর্স এবং বিজিবির দুটি টহল দল ও একটি স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হবে।
ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়নে ভোট হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন এবং নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৩৭টি কেন্দ্রের জন্য ৩৭ জন প্রিসাইডিং অফিসার ১৬২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩২৪ জন পোলিং অফিসারসহ মোট ৫২৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার মোতায়েন থাকবে। চারটি ইউনিয়নে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের দল থাকবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম।
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউপিতে ভোট হচ্ছে। অতীতের ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনার ভয় এখনো কাটেনি সাধারণ মানুষের মন থেকে। বিশেষ করে উপজেলার মৌরাট, পাট্টা, কসবামাঝাইল, কলিমহর, সরিষা ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে তাড়া করছে আতঙ্ক।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে এই উপজেলায় ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। গত সোমবার দুপুরে মৌরাট ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রচারে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ছাড়া পাট্টা ইউনিয়নে গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এ সময় এক চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্টকে গুলি করা, কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ভোটের পরিবেশ ঠিক রাখতে মাঠে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
আজ বুধবার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট। এই ধাপের নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি, কোটালীপাড়ার ৩টি, ফরিদপুরের মধুখালীর ৪টি ও রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে। তবে ভোট নিয়ে এসব এলাকায় রয়েছে নানা শঙ্কা। প্রশাসন বলছে, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নেই।
পঞ্চম ধাপে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও গোপালগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলোতে দলটি থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। ফলে এই ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনো নৌকা প্রতীকের প্রার্থী নেই। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারণ সদস্য পদে ৮১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এখানে ১৩৫টি ভোট কেন্দ্রের ৪৯৭টি বুথে ভোট হবে। এর মধ্যে শুধুমাত্র চন্দ্রদিঘলিয়ায় ইউনিয়নে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
এর আগে গতকাল মঙ্গলবার কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন অফিস থেকে গতকাল বিকেল ৩টায় এসব উপকরণ বিতরণ শুরু হয়। এ সময় মালামাল বুঝে নেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা।
গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতায় ৬টি ইউনিয়নে নির্বাচন না হলেও ১৫টি ইউনিয়নের ভোট হচ্ছে।
এ ছাড়া কোটালীপাড়ার তিনটি ইউনিয়নে শুধু সদস্য পদে ভোট হবে। উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হিরণ ইউনিয়নে মাজাহারুল আলম পান্না, কুশলা ইউনিয়নে চৌধুরী সুলতান মাহামুদ কালু ও কলাবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট বিজন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তাই এই তিন ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। এ সব ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১০২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার/ভিডিপি দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা একসঙ্গে কাজ করছে।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের একটি মোবাইল ফোর্স, প্রতি তিন ইউনিয়নে একটি স্ট্রাইকিং ফোর্স, ১৬টি ইউনিয়নে র্যাবের দুটি টহল দল ও একটি স্ট্রাইকিং ফোর্স এবং বিজিবির দুটি টহল দল ও একটি স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। যেকোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হবে।
ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়নে ভোট হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন এবং নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৩৭টি কেন্দ্রের জন্য ৩৭ জন প্রিসাইডিং অফিসার ১৬২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩২৪ জন পোলিং অফিসারসহ মোট ৫২৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার মোতায়েন থাকবে। চারটি ইউনিয়নে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের দল থাকবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম।
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউপিতে ভোট হচ্ছে। অতীতের ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনার ভয় এখনো কাটেনি সাধারণ মানুষের মন থেকে। বিশেষ করে উপজেলার মৌরাট, পাট্টা, কসবামাঝাইল, কলিমহর, সরিষা ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে তাড়া করছে আতঙ্ক।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে এই উপজেলায় ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। গত সোমবার দুপুরে মৌরাট ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রচারে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ছাড়া পাট্টা ইউনিয়নে গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এ সময় এক চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্টকে গুলি করা, কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ভোটের পরিবেশ ঠিক রাখতে মাঠে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪