আজ তৌকীরের ‘হালদা’ আগামীকাল ‘তীর্থযাত্রী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সম্প্রতি ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়ে গেল নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রী’। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন তিনি। নাটকটি মঞ্চায়ন শেষে আবার ফিরে গেছেন প্রবাসে। সেখান থেকে তিনি জানালেন নতুন খবর। আজ শ্রীলঙ্কার কলম্বোয় সার্ক ফিল্ম ডে উপলক্ষে ন্যাশনাল ফিল্ম করপোরেশন সিনেমা হলে সার্কভুক্ত সাতটি দেশের সাতটি সিনেমার প্রদর্শনী হবে। এই সাত সিনেমার মধ্যে বাংলাদেশের সিনেমা হিসেবে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। আজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি।

সিনেমার প্রদর্শনী উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে স্থানীয় দর্শকদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন তৌকীর আহমেদ ও শ্রীলঙ্কায় বাংলাদেশি দূতাবাসের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম। আলোচনায় তৌকীর কথা বলবেন সিনেমাটির নির্মাণ ও বিষয়বস্তু নিয়ে। এ ছাড়া দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন তিনি। সার্ক ফিল্ম ডেতে ‘হালদা’র প্রদর্শনী নিয়ে ভীষণ খুশি তৌকীর। সিনেমাটি পাঁচটি ক্যাটাগরিতে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সেরা অভিনেত্রী হিসেবে নুসরাত ইমরোজ তিশা, পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী রুনা খান, সেরা খল চরিত্রের অভিনেতা জাহিদ হাসান, সেরা কাহিনিকার আজাদ বুলবুল ও সেরা চিত্রনাট্যকার হিসেবে তৌকীর আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

এদিকে আগামীকাল যুক্তরাষ্ট্রের ম্যাডিসন থিয়েটারে রয়েছে হুমায়ূন কবিরের মূল গল্পে তৌকীর আহমেদ নির্দেশিত নতুন মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’র প্রদর্শনী। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘কলম্বোয় কালচারাল ডেতে ছয় দেশের সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা হিসেবে আমার হালদা সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে আমার জন্য ভীষণ সম্মানের ব্যাপার। ২০১৮ সালে সার্ক চলচ্চিত্র উৎসবে হালদা শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি শাখায় পুরস্কৃত হয়েছিল। অন্যদিকে, তীর্থযাত্রী নাটকটি একই সঙ্গে বিশ্বের দুই প্রান্তে মঞ্চস্থ হওয়ার ঘটনাটি আমাকে রোমাঞ্চিত করছে। নিউইয়র্কের বাংলা সংস্কৃতিকেন্দ্র এবং বাংলাদেশের নাট্যকেন্দ্রের নাট্যকর্মীরা তাঁদের মেধা, মনন আর শ্রমে এই দুরূহ কাজটি সম্ভব করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত