গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
কিছুদিন আগেও শীতের সবজি ও পেঁয়াজ আবাদে ব্যস্ত ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপারের কৃষকেরা। পরিবারের নারী-পুরুষ থেকে শুরু করে ছোট শিশুরাও নেমেছিল খেতের কাজে। তাদের চোখে-মুখে ছিল আনন্দ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সেই খুশি ম্লান। টানা বর্ষণে খেতে পানি জমে নষ্ট হয়ে গেছে ফসল। কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। হঠাৎ অতিবৃষ্টিতে মুড়িকাটা পেঁয়াজসহ বিভিন্ন শীতকালীন সবজিখেতে জমেছে পানি। কিছু কিছু খেত পুরোটাই পানির নিচে। এতে অনেক কৃষক সর্বস্বান্ত হয়ে গেছেন। কেউ কেউ খেতের পানি হাতে সেচে ফসল রক্ষার নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে রোপিত বীজ পচে গেছে, তাই শেষরক্ষা হবে না বলে জানান চাষিরা।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলেরপাড়া ও দৌলতদিয়া ইউনিয়নের জিতু মাতুব্বরপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, সবজি, মুড়িকাটা পেঁয়াজখেত ও বীজতলায় জমে আছে পানি। কোনো কোনো জমির সবজির চারা মরতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, ‘টানা বৃষ্টিতে আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। নতুন করে বীজতলা তৈরি এবং সবজির চারা রোপণের পর তা বাজারে আসতে দেরি হবে। তত দিনে বাজারে সবজির দামও অনেক বেশি থাকবে। তা ছাড়া নতুন করে আবার আবাদ করায় উৎপাদন খরচও অনেক বেড়ে যাবে।’
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জিতু মাতুব্বরপাড়া গ্রামের কিষানী আব্দুল খালেকের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘এত-ক্যাতা (সর্বস্ব) বেইচা বিগাদেড়েক খ্যাতে পেঁয়াজ লাগাইচিলাম। হেরপরও পইরেতের (কৃষিশ্রমিক) দাম দিবার না পাইরে ঘরে কয়ডা খাওয়ার ধান আছিল, তাও বেইচা পইরেতের দাম দিছিলাম। দেওয়ার (বৃষ্টি) পানিতে হেই খ্যাত তলাইয়া গেছে। আমাগো সব শ্যাষ অইয়া গেছে। এহুন খামু কী? আবার ফের আবাদই বা করমু কী দিয়া?’
কৃষক বাচ্চু শেখ বলেন, ‘ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে প্রায় সাড়ে চার বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। টানা বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে।’
আরেক কৃষক আব্দুল কুদ্দুস শেখ জানান, একটি বাড়ি একটি খামার’ নামের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে মিষ্টিকুমড়ার আবাদ করেছিলেন। খেতে বৃষ্টির পানি জমে কুমড়াগাছগুলো মরতে শুরু করেছে।
নাসির সরদার নামের এক কৃষক জানান, ধারদেনা করে সোয়া বিঘা জমিতে লাউ ও লালশাক চাষ করেছিলেন। জমিতে এখন হাঁটুপানি। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘বৃষ্টি আমার সব শেষ কইরা দিল। নতুন করে আবাদ করব সেই সামর্থ্য নেই।’
কৃষি বিভাগের তথ্যমতে, গোয়ালন্দ উপজেলায় মোট ১ হাজার ২৯৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবজি ৫৫০, পেঁয়াজ ১১০, মাষকলাই ১১০, কলা ২০, রোপা আমন ৫০০, নাবী পাটবীজ ১ ও মুগডাল ৪ হেক্টর।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, বৃষ্টির পর সবজিখেতে পচন রোগ দেখা দেয় আর যাঁরা আগাম সবজির আবাদ করেছিলেন, তাঁদের ক্ষতি বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এই উপজেলায় অতিবৃষ্টিতে কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। সরকারি প্রণোদনার ঘোষণা পাওয়া গেলে তা কৃষকদের দেওয়া হবে।
কিছুদিন আগেও শীতের সবজি ও পেঁয়াজ আবাদে ব্যস্ত ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপারের কৃষকেরা। পরিবারের নারী-পুরুষ থেকে শুরু করে ছোট শিশুরাও নেমেছিল খেতের কাজে। তাদের চোখে-মুখে ছিল আনন্দ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সেই খুশি ম্লান। টানা বর্ষণে খেতে পানি জমে নষ্ট হয়ে গেছে ফসল। কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। হঠাৎ অতিবৃষ্টিতে মুড়িকাটা পেঁয়াজসহ বিভিন্ন শীতকালীন সবজিখেতে জমেছে পানি। কিছু কিছু খেত পুরোটাই পানির নিচে। এতে অনেক কৃষক সর্বস্বান্ত হয়ে গেছেন। কেউ কেউ খেতের পানি হাতে সেচে ফসল রক্ষার নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে রোপিত বীজ পচে গেছে, তাই শেষরক্ষা হবে না বলে জানান চাষিরা।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলেরপাড়া ও দৌলতদিয়া ইউনিয়নের জিতু মাতুব্বরপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, সবজি, মুড়িকাটা পেঁয়াজখেত ও বীজতলায় জমে আছে পানি। কোনো কোনো জমির সবজির চারা মরতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, ‘টানা বৃষ্টিতে আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। নতুন করে বীজতলা তৈরি এবং সবজির চারা রোপণের পর তা বাজারে আসতে দেরি হবে। তত দিনে বাজারে সবজির দামও অনেক বেশি থাকবে। তা ছাড়া নতুন করে আবার আবাদ করায় উৎপাদন খরচও অনেক বেড়ে যাবে।’
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জিতু মাতুব্বরপাড়া গ্রামের কিষানী আব্দুল খালেকের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘এত-ক্যাতা (সর্বস্ব) বেইচা বিগাদেড়েক খ্যাতে পেঁয়াজ লাগাইচিলাম। হেরপরও পইরেতের (কৃষিশ্রমিক) দাম দিবার না পাইরে ঘরে কয়ডা খাওয়ার ধান আছিল, তাও বেইচা পইরেতের দাম দিছিলাম। দেওয়ার (বৃষ্টি) পানিতে হেই খ্যাত তলাইয়া গেছে। আমাগো সব শ্যাষ অইয়া গেছে। এহুন খামু কী? আবার ফের আবাদই বা করমু কী দিয়া?’
কৃষক বাচ্চু শেখ বলেন, ‘ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে প্রায় সাড়ে চার বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। টানা বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে।’
আরেক কৃষক আব্দুল কুদ্দুস শেখ জানান, একটি বাড়ি একটি খামার’ নামের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দুই বিঘা জমিতে মিষ্টিকুমড়ার আবাদ করেছিলেন। খেতে বৃষ্টির পানি জমে কুমড়াগাছগুলো মরতে শুরু করেছে।
নাসির সরদার নামের এক কৃষক জানান, ধারদেনা করে সোয়া বিঘা জমিতে লাউ ও লালশাক চাষ করেছিলেন। জমিতে এখন হাঁটুপানি। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘বৃষ্টি আমার সব শেষ কইরা দিল। নতুন করে আবাদ করব সেই সামর্থ্য নেই।’
কৃষি বিভাগের তথ্যমতে, গোয়ালন্দ উপজেলায় মোট ১ হাজার ২৯৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবজি ৫৫০, পেঁয়াজ ১১০, মাষকলাই ১১০, কলা ২০, রোপা আমন ৫০০, নাবী পাটবীজ ১ ও মুগডাল ৪ হেক্টর।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, বৃষ্টির পর সবজিখেতে পচন রোগ দেখা দেয় আর যাঁরা আগাম সবজির আবাদ করেছিলেন, তাঁদের ক্ষতি বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এই উপজেলায় অতিবৃষ্টিতে কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। সরকারি প্রণোদনার ঘোষণা পাওয়া গেলে তা কৃষকদের দেওয়া হবে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে