Ajker Patrika

সাজা শেষেও দেশে ফিরতে পারছেন না ৫ ভারতীয়

কুড়িগ্রাম ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১১: ৩৯
সাজা শেষেও দেশে ফিরতে পারছেন না ৫ ভারতীয়

কুড়িগ্রাম কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও প্রত্যাবাসন জটিলতায় পাঁচ ভারতীয় নাগরিককে দেশে পাঠানো সম্ভব হয়নি। তাঁদের গতকাল মঙ্গলবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফেরার কথা ছিল। তবে বিএসএফের সম্মতিপত্র না থাকায় তাঁদের ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পাঁচ ভারতীয় হলেন আসামের সেলিম মিয়া, জাহাঙ্গীর আলম, শাহ আলম, নুরুজ্জামান ও পশ্চিমবঙ্গের আলম মিয়া। তাঁরা গত বছর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় পাসপোর্ট আইন অমান্য করে প্রবেশ করায় তাঁদের বিজিবি আটক করে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানার নির্দেশে দেন।

কুড়িগ্রাম জেলা কারাগারে সাজা ভোগের পর বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিমস রেসকিউ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরামের উদ্যোগে পাঁচজনকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের আদেশের ব্যবস্থা করা হয়।

গতকাল দেশে পাঠানোর জন্য পাঁচজনকে সীমান্তে হাজির করা হলে ভারতীয় কর্মকর্তারা কোনো অনুমোদনপত্র পাননি বলে তাঁদের নিতে অস্বীকার করেন। ফলে কুড়িগ্রাম কারাগার কর্তৃপক্ষ তাঁদের ফিরিয়ে নিয়ে যায়।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাঁরা সাজা ভোগ শেষে তাঁদের দেশের নাগরিকদের ফেরত নিতে কোনো অনুমতিপত্র পাননি বলে জানান। এ জন্য তাঁরা ফিরিয়ে দেন।’

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, ‘ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বা সম্মতিপত্র দিয়ে ভারতীয়দের হস্তান্তর করা সম্ভব নয়। বিএসএফ তাঁদের গ্রহণ করার জন্য এখনো কোনো সম্মতিপত্র দেয়নি। আমি নিজে ইমিগ্রেশন চেকপোস্টে এসেছিলাম। পাঁচজনকে নিয়ে আবারও কুড়িগ্রাম জেলা কারাগারে ফিরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত