Ajker Patrika

পাউবোর জমিতে ঘের, ভবন

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭: ৫০
পাউবোর জমিতে ঘের, ভবন

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগ উঠেছে। পাউবো কর্তৃপক্ষ বলছে, স্থানীয় প্রভাবশালী একটি মহল উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা থেকে চটচটিয়া অভিমুখী ২৯ নম্বর পোল্ডারের বেড়িবাঁধসহ অধিগ্রহণকৃত জায়গা দখল করে মাছের ঘের ও পাকা ভবন নির্মাণ করছে।

পাউবো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের ডাক্তার শামিম আহমেদ ও তাঁর ভাই আব্দুল হালিম পাউবোর ১.৫ একর জমি প্রতারণার মাধ্যমে কিনে নিয়েছেন। ওই জমিতে তাঁরা মাছের ঘের ও পাকা ভবন নির্মাণ করছেন। তা ছাড়া ডুমুরিয়ার কাজিরহুলা এলাকায় পল্লি চিকিৎসক হরিদাশ মণ্ডল, দিঘলিয়া মোড়ে রণজিৎ কুমার, তুষার কান্তি ও গৌতম ঢালি পাউবোর বেড়িবাঁধের ওপর পাকা স্থাপনা নির্মাণ করেছেন। এসব দখলদারদের বিরুদ্ধে নোটিশ দেওয়ার পরও দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শিগগিরই প্রতারণার মাধ্যমে পাউবোর অধিগ্রহণকৃত জমি ক্রয়কারী ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের নজরুল ইসলাম শেখ অভিযোগ করেন, ‘প্রায় ৩০ বছর আগে আমার বাবা বারিক শেখ গোলাইমারি মৌজায় ১.৫৫ একর জমি ইজারা পান। ইজারা পাওয়ার পরে আমরা ওই জমিতে মাছের ঘের তৈরি করি। কিন্তু চলতি বছরের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের ডাক্তার শামিম আহমেদ ও তাঁর ভাই আব্দুল হালিম দাবি করেন তাঁরা নাকি সরকারি ওই জমি ক্রয় করেছেন। এমনটি দাবি করে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তাঁরা আমাদের ইজারা নেওয়া জমিতে থাকা মাছের ঘেরের বেড়িবাঁধ এক্সকাভেটর দিয়ে কেটে শ্রেণি পরিবর্তন করে নতুন বেড়িবাঁধ ও খানা-খন্দ তৈরি করছেন। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি লিখিতভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

নজরুল ইসলাম শেখ আরও বলেন, ‘ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ও প্রভাবশালীদের তাণ্ডব সইতে না পেরে অবশেষে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছি। আশা করি আদালত ও প্রশাসন দখলকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে।’

অভিযুক্ত আব্দুল হালিম বলেন, ‘আমি নোটিশ পেয়েছি। আমাকে সাত দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই আমার কাগজপত্র দেখিয়ে জবাব দেব।’ এ বিষয়ে কথা বলতে অন্য দখলদারদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দখলদারেরা লাগামহীন ঘোড়ার মতো ছুটছেন। বিষয়টি আমার জানা আছে এবং পাউবোর কাছ থেকে দখলদারদের বিরুদ্ধে পাঠানো একটি নোটিশ আমার হাতে এসেছে। সরকারি সম্পত্তি উদ্ধারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

পাউবো, খুলনার উপসহকারী প্রকৌশলী মো. হাসনাতুজ্জামান বলেন, ‘ডুমুরিয়ার সাহস ইউনিয়নে পাউবোর ২৯ নম্বর পোল্ডারের বেড়িবাঁধ ও তাঁর আশপাশের এলাকায় পাউবোর অধিগ্রহণ করা জমিতে স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে ইমারত নির্মাণ করছেন। পাশাপাশি, পাউবোর ওই জমির শ্রেণি পরিবর্তন করে মৎস্য চাষের নামে ভূমি জবর-দখলের পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি আমার জানা আছে। ইতিমধ্যে ওই জবর দখলকারীদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে।’

মো. হাসনাতুজ্জামান আরও বলেন, ‘ডাক্তার শামিম আহমেদ ও তাঁর ভাই আব্দুল হালিম বিআরএস ৫১ ও ৫৪ দাগে আমাদের অধিগ্রহণকৃত জমি প্রতারণার মাধ্যমে কিনে নিয়েছেন। এরপর স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুল কুদ্দুস শেখ, ওয়ালিদ শেখসহ একাধিক ব্যক্তির সহায়তায় আশপাশের জমিও জবর দখলের পাঁয়তারা চালাচ্ছেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বেড়িবাঁধ অপসারণ, দখলমুক্ত ও জমি কেনার দলিল বাতিল করতে ক্রেতা ও জবর দখলে সহায়তাকারী ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অমান্য করলে পাউবোর পক্ষ থেকে সরকারি জমি ক্রয়, শ্রেণি পরিবর্তন ও দখল করার জন্য প্রতারণা মামলা দায়ের করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত