Ajker Patrika

১৪ জন অবসরপ্রাপ্ত অধ্যাপককে সংবর্ধনা

রাবি প্রতিনিধি
১৪ জন অবসরপ্রাপ্ত অধ্যাপককে সংবর্ধনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৪ জন অবসরপ্রাপ্ত অধ্যাপককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষকতাকালীন জ্ঞান বিস্তারে অমূল্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ১৪ জন অধ্যাপক হলেন ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সি এম মোস্তফা ও অধ্যাপক মো. সাহিদুর রহমান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মো. হামিদুর রহমান ও অধ্যাপক মো. বদরুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. জাহিদুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শেখ ম. নূরউল্লাহ, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের, ইংরেজি বিভাগের অধ্যাপক এম আতর আলী ও অধ্যাপক এম জহুরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. মুহিব উল্যাহ ছিদ্দিকী, অর্থনীতি বিভাগের অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক মো. আখতার উদ্দিন ও আইবিএসসির অধ্যাপক (অব.) মো. ওয়াহেদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান উল ইসলাম এবং অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবাইদুর রহমান প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকেরা দীর্ঘদিন মেধা, শ্রম এবং গবেষণা দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করেছেন, যার গুরুত্ব অনস্বীকার্য। এসব শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে এই বিশ্ববিদ্যালয় কুড়িয়েছে অশেষ সুনাম ও কৃতিত্ব। একই সঙ্গে তৈরি হয়েছে একঝাঁক মেধাবী ও দক্ষ মানবশক্তি, যাঁরা প্রতিনিয়ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছেন।

প্রসঙ্গত, সংবর্ধনা পাওয়া সব শিক্ষক এ বছরের ৩০ জুন বিশ্ববিদ্যালয় থেকে অবসরে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত