শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে পালং থানায় মামলা হলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থী মতিন ছৈয়ালের সমর্থক মোফাজ্জল সরদার বাদী হয়ে ৪১ জনের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার তিনজন হলেন-ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের ওবায়দুর রহমান খান (৩৯), জসিম খান (৩৭) ও সুমন গাজী (৩৪)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ডোমসার ইউপি নির্বাচন হয়। নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আলী আজগর খান মোড়গ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। আর তালা প্রতীক নিয়ে পরাজিত হন আব্দুল মতিন ছৈয়াল। নির্বাচনের দিন থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটি আর একাধিক ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গত রোববার ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা সংঘর্ষে রূপ নেয়। মুন্সিরহাট এলাকায় উভয় পক্ষ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ কর্মী-সমর্থক আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনে পরাজিত প্রার্থী মতি ছৈয়াল বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে আসছিল আলী আজগরের সমর্থকেরা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত আমার ভাগনে মোফাজ্জল বাদী হয়ে মামলা করেছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
বিজয়ী প্রার্থী আলী আজগর খান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাওয়ার পর বিজয়ী হওয়ায় আমি আমার ভোটার ও সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলে আমার ওপর হামলা চালায় মতি ছৈয়ালের লোকজন। এ সময় তাঁরা শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমার ৩-৪ জন সমর্থক আহত হয়েছেন। আমার লোকজনকে মেরে উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমরাও মামলার প্রস্তুতি নিচ্ছি।’
পালং থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ডোমসার ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় এক পক্ষের করা অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে পালং থানায় মামলা হলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থী মতিন ছৈয়ালের সমর্থক মোফাজ্জল সরদার বাদী হয়ে ৪১ জনের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার তিনজন হলেন-ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের ওবায়দুর রহমান খান (৩৯), জসিম খান (৩৭) ও সুমন গাজী (৩৪)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ডোমসার ইউপি নির্বাচন হয়। নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আলী আজগর খান মোড়গ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। আর তালা প্রতীক নিয়ে পরাজিত হন আব্দুল মতিন ছৈয়াল। নির্বাচনের দিন থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটি আর একাধিক ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গত রোববার ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা সংঘর্ষে রূপ নেয়। মুন্সিরহাট এলাকায় উভয় পক্ষ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ কর্মী-সমর্থক আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনে পরাজিত প্রার্থী মতি ছৈয়াল বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে আসছিল আলী আজগরের সমর্থকেরা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত আমার ভাগনে মোফাজ্জল বাদী হয়ে মামলা করেছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
বিজয়ী প্রার্থী আলী আজগর খান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাওয়ার পর বিজয়ী হওয়ায় আমি আমার ভোটার ও সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলে আমার ওপর হামলা চালায় মতি ছৈয়ালের লোকজন। এ সময় তাঁরা শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমার ৩-৪ জন সমর্থক আহত হয়েছেন। আমার লোকজনকে মেরে উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমরাও মামলার প্রস্তুতি নিচ্ছি।’
পালং থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ডোমসার ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় এক পক্ষের করা অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে