Ajker Patrika

হৃদির সিনেমায় গাইলেন মমতাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২২, ০৯: ০৮
হৃদির সিনেমায় গাইলেন মমতাজ

হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় গাইলেন মমতাজ বেগম। ‘যাওরে পঙ্খি উইড়া যাওরে, যাওরে তুমি যাওরে’ শিরোনামের গানটি লিখেছেন পরিচালক হৃদি হক। সুর ও সংগীত করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মমতাজ। তিনি বলেন, ‘গানের কথা যেমন প্রাণ ছুঁয়ে গেছে, সুরও হৃদয়ে গেঁথে গেছে। তাই গাইতেও আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে কি আমি সব সময়ই খুব বেছে বেছে সিনেমার গান গাই। সর্বশেষ মীর সাব্বিরের সিনেমার রাতজাগা ফুল গানটি শ্রোতা-দর্শকের মনে সাড়া ফেলেছে। যেখানেই যাই, এই গানের জন্য অনুরোধ আসে। একটি সিনেমায় একটি গান যদি শ্রোতা-দর্শকের ভালো লেগে যায়, তবে সেটি সিনেমার জন্যও ভীষণ পজিটিভ। রাতজাগা ফুল সিনেমার জন্য এই সূচনা সংগীতটি ভীষণ পজিটিভ বলেই আমি মনে করি। হৃদির আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। গানটি আশা করছি সবারই ভালো লাগবে।’

ইতিমধ্যই ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার বেশিরভাগ শুটিং শেষ করেছেন হৃদি হক। মুক্তিযুদ্ধ বিষয়ক এই সিনেমার বিভিন্ন চিরত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। ১৯৭১ সালের একটি পরিবার ও সেই সময়ের বিভন্ন ঘটনা নিয়ে সিনোর গল্প।

মমতাজ আজ কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে সকালের ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা। আগামীকালই তিনি দেশে ফিরবেন। এ ছাড়া ২১ ও ২৮ মে অস্ট্রেলিয়ায় গাইবেন তিনি। ২১ মে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবং ২৮ মে সিডনিতে স্টেজ শোতে গান গাইবেন।

মমতাজ সর্বশেষ শুদ্ধমান চৈতন্য পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাতে গান গেয়েছেন। গানের শিরোনাম ‘নাই কোথাও তুমি নাই’। গানটি লিখেছেন আনন জামান; সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত