Ajker Patrika

সিটি হাসপাতাল আবার চালু করল রাসিক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২: ৩৬
সিটি হাসপাতাল আবার চালু করল রাসিক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আবার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর রানীনগর এলাকায় অবস্থিত এই হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, সিটি হাসপাতালে আরও উন্নত সেবার আশায় বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল। তবে সেখানে আশানুরূপ ফল না আসায় পুনরায় রাসিকের ব্যবস্থাপনায় অবকাঠামো সংস্কার করে পুনরায় চালু করা হলো। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে চিকিৎসক, ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও চিকিৎসক ও অন্যান্য কর্মী নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে বক্তব্য দেন নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, জোন কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত