Ajker Patrika

মঞ্চে আজ ‘খনা’ ও ‘রক্তকরবী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মঞ্চে আজ ‘খনা’ ও ‘রক্তকরবী’

‘খনা’ নিয়ে আবার মঞ্চে আসছে বটতলা নাট্যদল। আজ ও আগামীকাল বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটির ৮২ ও ৮৩তম মঞ্চায়ন। সামিনা লুৎফা নিত্রার লেখায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইমরান খান মুন্না, ইভান রিয়াজ, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, হুমায়ূন আজম রেওয়াজ, সানজানা ফারাহ প্রমুখ।

খনার কাহিনি এগিয়েছে চন্দ্রকেতুগড়কে কেন্দ্র করে, যেখানে আজও আছে খনা-মিহিরের ঢিবি। লঙ্কাদ্বীপ থেকে মিহিরকে সঙ্গে নিয়ে তার পিতা বরাহর কাছে আসে খনা। বরাহ দেউলনগরের রাজা ধর্মকেতুর রাজজ্যোতিষী। পুত্র মিহিরের জন্মকোষ্ঠী ভুল গণনা করে তাকে জলে ভাসিয়েছিল বরাহ। সেই মিহিরকে নিয়ে বরাহের সামনে দাঁড়ায় খনা, ভুল প্রমাণ করে তার গণনা।

নির্দেশক জানিয়েছেন, দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের ২৩তম আসরে ‘খনা’ মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে বটতলা। আগামী ফেব্রুয়ারিতে উৎসবে খনার দুটি মঞ্চায়ন করবে নাট্যদলটি।‘খনা’ নাটকের দৃশ্যপ্রাচ্যনাট স্কুলের রক্তকরবী
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৫তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান। ৪৫তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ উপস্থাপন করবে। শওকত হোসেন সজিবের নির্দেশনায় অভিনয় করছেন আয়েশা আক্তার লাবণ্য, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আনোয়ার বাপ্পি, জেসিকা জাসিন্তা চিরান, নুসরাত জাহান রাফা, সুপ্রিয় কুমার ঘোষ, হাবিবা সুলতানা হাসি প্রমুখ।

নির্দেশক বলেন, ‘রবীন্দ্রনাথের রক্তকরবী একটি সাংকেতিক নাটক। তাই নাটকটি নির্দেশনার সময় বিষয়টি মাথায় রেখে আমরা প্রযোজনাটি ডিজাইনের চেষ্টা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত