Ajker Patrika

৩৫ বছর পূর্তিতে সালমানের উপহার

বিনোদন ডেস্ক
৩৫ বছর পূর্তিতে সালমানের উপহার

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সালমান খান। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন বলিউড ভাইজান। সম্প্রতি অভিনয়ের ৩৫ বছর পূর্ণ করলেন সালমান। এ উপলক্ষ তিনি ভক্তদের সঙ্গে উদ্‌যাপন করতে চান, আর সেটা নতুন সিনেমা দিয়ে। সালমান জানিয়েছেন, ‘টাইগার থ্রি’ সিনেমার মাধ্যমে বিশেষ এই উপলক্ষটি উদ্‌যাপন করবেন তিনি।

সালমান খানসম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ব্যক্তিগত এই মাইলফলক আমি টাইগার থ্রি-এর সঙ্গে উদ্‌যাপন করতে পারব। আমি জানি, ভক্তরা আমাকে অ্যাকশন সিনেমায় দেখতে পছন্দ করেন। আমি নিজেও অ্যাকশন ভালোবাসি। তাই টাইগার থ্রি হবে এই উপলক্ষে আমার পক্ষ থেকে ভক্তদের জন্য উপহার।’

ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘যে দর্শকেরা আমাকে শুরু থেকে ভালোবেসে আসছেন, তাঁরাই আমাকে মনে করিয়ে দিলেন ৩৫ বছর পূর্তির কথা। পুরো সময়টি আনন্দ ও ভালোবাসায় ভরা ছিল। অনেক সময় অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন কষ্ট পেয়েছি। তবে সামগ্রিকভাবে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এই দীর্ঘ সময়ের প্রতিটি মিনিট আমি এনজয় করেছি।’

সালমান খানমণীশ শর্মা পরিচালিত টাইগার থ্রিতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। দিওয়ালি উপলক্ষে আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এর আগের দুই পর্ব ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো এবারের পর্বটিও দর্শক সাদরে গ্রহণ করবেন বলে আশা সালমানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত