Ajker Patrika

ভাগনির পর নিখোঁজ খালার লাশ উদ্ধার গড়াই নদ থেকে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪: ২৩
ভাগনির পর নিখোঁজ খালার লাশ উদ্ধার গড়াই নদ থেকে

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদ থেকে নিখোঁজ চামেলী খাতুনের (৩০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পরে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে চামেলীর ভাগনি মিম খাতুনের (১৩) লাশ উদ্ধার করে স্থানীয়রা।

চামেলী উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা এলাকার গাফফার মোল্লার মেয়ে ও একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুল রহমানের স্ত্রী। মিম খোকসা উপজেলার দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ চামেলীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে মিমের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জিলাপিতলা সংলগ্ন গড়াই নদে মিম, তার খালা চামেলী, নানি রাজিয়া (৫৫) ও মামাতো বোন নীলা (১২) গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় মিম। তাকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোন ডুবে যায়। পরে স্থানীয়রা নানি ও মামাতো বোনকে উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, গোসল করতে গিয়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত