Ajker Patrika

ভূমিহীন আলম নিঃস্ব হলেন কুপির আগুনে

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬
ভূমিহীন আলম নিঃস্ব হলেন কুপির আগুনে

কাউনিয়ায় কুপির আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অন্যের জমিতে আশ্রয় নেওয়া দিনমজুর মাহা আলম। ঘরের জিনিসপত্রের পাশাপাশি ভ্যান কেনার জন্য জমানো টাকাও ছাই হয়েছে তাঁর।

উপজেলার হারাগাছ পৌরসভার পশ্চিম বালারঘাট গ্রামে গত বুধবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আলমের কোনো জমি নেই। তিনি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যের জমিতে টিনের চালা তুলে বাস করছিলেন। এখন এই ঘরসহ সব হারিয়ে দিশেহারা তিনি। কোনো কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না।

প্রতিবেশী রমজান আলী বলেন, বুধবার রাত ৮টার দিকে আলমের স্ত্রী ফুলমতি ঘরের মধ্যে কুপি জ্বালিয়ে রেখে বাইরে বের হন। এর মধ্যে কুপি নিচে পড়ে গিয়ে পাটখড়িতে আগুন লাগে। ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখায় কয়েক মিনিটের মধ্যে চালাঘর ও আসবাব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আলম বলেন, ‘আমার তো সবকিছু শেষ হলে গেছে। মাথা গোঁজার একমাত্র ঘরখানা পুড়ে গেল। আগুনে চাল, ডাল, শীতের গরম কাপড়সহ ভ্যান কেনার জন্য জমানো ৭ হাজার টাকাও পুড়ল।’

আলমের স্ত্রী ফুলমতি বলেন, ‘রাইতোত ছাওয়া পোয়াক নিয়ে কেমন করি থাকমো? নতুন করি চালা তোলার হামার তো টাকা নাই।’

হারাগাছ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গোলজার হোসেন জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ওই দিনমজুরের অনেক ক্ষতি হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি আবেদন করলে সহায়তা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত