Ajker Patrika

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ৬১ বছর

পিরোজপুর ও নেছারাবাদ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ৪৩
স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ৬১ বছর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামী আবদুল হাকিমের চেয়ে স্ত্রী সালমা ৬১ বছরের বড়। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে এ ঘটনা ঘটে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে আবদুল হাকিমের বয়স ৪২ বছর ও সালমার বয়স ১০৩ বছর ১ মাস।

ওই দম্পতির দেওয়া তথ্য ও জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, আবদুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে তাঁর বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে স্ত্রী সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১ মাস। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আবদুল হাকিমের থেকে ৬১ বছরের বড়।

এ ব্যাপারে গৃহবধূ সালমা বেগম জানান, ‘আমার মা-বাবার দেওয়া তথ্য মতে আমার জন্ম ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। আমার বর্তমান বয়স ৩২ বছর ১ মাস। কিন্তু জাতীয় পরিচয়পত্রে এমন বেশি বয়স দেখে তা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন অফিসের লোকজন বলেছে এটা ঠিক করতে চার হাজার টাকা এবং কিছুদিন সময় লাগবে। আমরা গরিব মানুষ। আমার স্বামী দিনমজুরি করে কোনোমতে সংসার চালায়, তাই এত টাকা দিয়ে এটা সংশোধন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই।

নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন বলেন, ওই নারীকে পৌর মেয়রের একটি প্রত্যয়নপত্র নিয়ে আবেদন করতে বলা হয়েছিল। আবেদন করলে বয়স ঠিক করে দেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, কাগজপত্রের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি যাতে সমাধান হয়, সে ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত