মরা গাছের ডাল ভেঙে আহত ৩

আগৈলঝাড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০৭: ৪৯
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮: ৪৫

আগৈলঝাড়ায় একটি মরা গাছের বিশাল আকৃতির ডাল ভেঙে একটি দোকানঘর ভেঙে গিয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

১৫ মার্চ আজকের পত্রিকায় ‘মরা গাছে দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে এই গাছটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের চার দিন পর ঘটল এই দুর্ঘটনা।

গত শনিবার বিকেলে বাশাইল বাজারে সাপ্তাহিক হাটে বেচাকেনা চলছিল। হঠাৎ করে রেইন ট্রি গাছটির একটি বিশাল আকৃতির মরা ডাল ভেঙে পরে। এ সময় হাটের এক ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে যায় এবং ব্যবসায়ীদের নিত্যপণ্য নষ্ট হয়ে যায়।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাটে বাকাল গ্রামের ব্যবসায়ী সিরাজ ফকির, বাবুল মোল্লা ও বাশাইল গ্রামের সুজন হাওলাদার বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি শুরু করছিলেন। হঠাৎ করে হাটের পুরোনো মরা রেইন টি গাছটির একটি ডাল ভেঙে পরে ওই তিন ব্যবসায়ী আহত হন। তাঁদের মালামালও ক্ষতিগ্রস্ত হয়। পরে বাজারে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাছের ভেঙে পরা ডালে ছলেমান সরদারের দোকানের আংশিক অংশ ভেঙে যায়।

বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাস্তার পাশে মরা গাছটি দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছেন বাজারে আসা পথচারীরা। ঝুঁকিপূর্ণ মরা গাছটি জরুরি ভিত্তিতে অপসারণের দাবি জানান তাঁরা

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘বন বিভাগের মাধ্যমে মরা গাছটি অবশ্যই দ্রুত অপসারণ করা হবে। আমি দ্রুত মরা গাছটি এই জনগুরুত্বপূর্ণ বাজার থেকে কেটে ফেলার ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত