হাসনাত শোয়েব
আর্জেন্টিনার কোপা জয়
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির হাতে একটি শিরোপা দেখতে তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিল ভক্তরা। ২০২১ সাল সেসব ভক্তের উপহার দিয়েছে বহুল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। প্রথমবারের মতো মেসির হাতে ওঠে কোপা আমেরিকার শিরোপা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে এই শিরোপা জিতেছেন মেসিরা। মেসি-নেইমারের আনন্দ-বেদনার অশ্রুতে সেদিন নতুন করে অমরত্ব লাভ করে মারাকানা স্টেডিয়ামও।
ইতালির ইউরো জয়
২০১৮ সালে ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারার সেই যন্ত্রণা ইতালি ভুলেছে ২০২১ ইউরো জিতে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেয় রবার্তো মানচিনির দল। ছন্দে থেকে ইউরো অভিযান শুরু করলেও শুরুতে ইতালিকে ফেবারিটের তালিকায় রাখেনি কেউ। কিন্তু সেই ইতালিই পরে ইংল্যান্ডকে হারিয়ে জিতে নেয় শিরোপা। এ বছর টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছে তারা।
ফ্রান্সের নেশনস লিগ জয়
ইউরোতে ভালো করতে পারেনি ফ্রান্স। শেষ ষোলো থেকে ছিটকে পড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এ নিয়ে বেশ চাপেও ছিল তারা। তবে দিদিয়ের দেশমের দল ইউরোর ব্যর্থতা ভুলেছে উয়েফা নেশনস লিগ জিতে। সান সিরোতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতেন কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমারা।
চ্যাম্পিয়নস লিগ চেলসির
গত মৌসুমের শুরুতে চেলসির অন্ধ ভক্তরাও হয়তো আশা করেনি ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। টানা ব্যর্থতায় লন্ডনের পরাশক্তিরা ছাঁটাই করে ক্লাব কিংবদন্তি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে দেন জার্মান কোচ থমাস টুখেল। ইংলিশ প্রিমিয়ার লিগেও ঘুরে দাঁড়ায় তারা। তবে চেলসি আসল চমক দেখায় চ্যাম্পিয়নস লিগে। ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লুজরা।
লেভার অম্লমধুর অভিজ্ঞতা
বিদায় নিতে চলা বছরটা অবিশ্বাস্য কেটেছে রবার্ট লেভানডফস্কি। একের পর এক ম্যাচে মেশিনের মতো গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। ২০২১ সালে ৫৯ ম্যাচে তাঁর গোল ৬৯টি! এ ছাড়া ছোট-বড় অনেকগুলো রেকর্ড নিজের দখলে নিয়েছেন লেভা। দুর্দান্ত পারফরম্যান্সের পরও বছরটা পুরোপুরি হাসিমুখে কাটাতে পারেননি তিনি। ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসির পেছনে থেকেই শেষ করতে হয়েছে তাঁকে।
নাটকীয় দলবদল
দলবদলের জন্য ২০২১ সাল হয়ে থাকবে ঐতিহাসিক বছর। শুরুতে উত্তাপ টের পাওয়া না গেলেও ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা। গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে মেসি পাড়ি দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। এরপর মঞ্চস্থ হয় রোনালদো নাটক। জুভেন্টাস ছেড়ে শুরুতে পিএসজি ও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার কথা থাকলেও পরে তাঁকে কিনে নেয় সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ ছাড়া জ্যাক গ্রিলিশের রেকর্ড গড়ে ম্যানসিটিতে যাওয়ার ঘটনাও ছিল আলোচনায়।
নিজেকে ছাড়িয়ে মেসি
দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও ২০২১ সালে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সপ্তমবারের মতো মেসির হাতে উঠেছে ব্যালন ডি’অর। এ অর্জন দিয়ে প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও আরও এগিয়ে গেলেন মেসি। রোনালদোর দখলেও আছে ব্যালন ডি’অর।
আর্জেন্টিনার কোপা জয়
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির হাতে একটি শিরোপা দেখতে তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিল ভক্তরা। ২০২১ সাল সেসব ভক্তের উপহার দিয়েছে বহুল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। প্রথমবারের মতো মেসির হাতে ওঠে কোপা আমেরিকার শিরোপা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে এই শিরোপা জিতেছেন মেসিরা। মেসি-নেইমারের আনন্দ-বেদনার অশ্রুতে সেদিন নতুন করে অমরত্ব লাভ করে মারাকানা স্টেডিয়ামও।
ইতালির ইউরো জয়
২০১৮ সালে ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারার সেই যন্ত্রণা ইতালি ভুলেছে ২০২১ ইউরো জিতে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেয় রবার্তো মানচিনির দল। ছন্দে থেকে ইউরো অভিযান শুরু করলেও শুরুতে ইতালিকে ফেবারিটের তালিকায় রাখেনি কেউ। কিন্তু সেই ইতালিই পরে ইংল্যান্ডকে হারিয়ে জিতে নেয় শিরোপা। এ বছর টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছে তারা।
ফ্রান্সের নেশনস লিগ জয়
ইউরোতে ভালো করতে পারেনি ফ্রান্স। শেষ ষোলো থেকে ছিটকে পড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এ নিয়ে বেশ চাপেও ছিল তারা। তবে দিদিয়ের দেশমের দল ইউরোর ব্যর্থতা ভুলেছে উয়েফা নেশনস লিগ জিতে। সান সিরোতে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতেন কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমারা।
চ্যাম্পিয়নস লিগ চেলসির
গত মৌসুমের শুরুতে চেলসির অন্ধ ভক্তরাও হয়তো আশা করেনি ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। টানা ব্যর্থতায় লন্ডনের পরাশক্তিরা ছাঁটাই করে ক্লাব কিংবদন্তি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে দেন জার্মান কোচ থমাস টুখেল। ইংলিশ প্রিমিয়ার লিগেও ঘুরে দাঁড়ায় তারা। তবে চেলসি আসল চমক দেখায় চ্যাম্পিয়নস লিগে। ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লুজরা।
লেভার অম্লমধুর অভিজ্ঞতা
বিদায় নিতে চলা বছরটা অবিশ্বাস্য কেটেছে রবার্ট লেভানডফস্কি। একের পর এক ম্যাচে মেশিনের মতো গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। ২০২১ সালে ৫৯ ম্যাচে তাঁর গোল ৬৯টি! এ ছাড়া ছোট-বড় অনেকগুলো রেকর্ড নিজের দখলে নিয়েছেন লেভা। দুর্দান্ত পারফরম্যান্সের পরও বছরটা পুরোপুরি হাসিমুখে কাটাতে পারেননি তিনি। ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসির পেছনে থেকেই শেষ করতে হয়েছে তাঁকে।
নাটকীয় দলবদল
দলবদলের জন্য ২০২১ সাল হয়ে থাকবে ঐতিহাসিক বছর। শুরুতে উত্তাপ টের পাওয়া না গেলেও ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা। গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে মেসি পাড়ি দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। এরপর মঞ্চস্থ হয় রোনালদো নাটক। জুভেন্টাস ছেড়ে শুরুতে পিএসজি ও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার কথা থাকলেও পরে তাঁকে কিনে নেয় সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ ছাড়া জ্যাক গ্রিলিশের রেকর্ড গড়ে ম্যানসিটিতে যাওয়ার ঘটনাও ছিল আলোচনায়।
নিজেকে ছাড়িয়ে মেসি
দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও ২০২১ সালে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সপ্তমবারের মতো মেসির হাতে উঠেছে ব্যালন ডি’অর। এ অর্জন দিয়ে প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও আরও এগিয়ে গেলেন মেসি। রোনালদোর দখলেও আছে ব্যালন ডি’অর।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে