Ajker Patrika

বেহেলীতে বঙ্গারকুড়ি নদীর ওপর কাঠের সেতু

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৯
বেহেলীতে বঙ্গারকুড়ি নদীর ওপর কাঠের সেতু

সুনামগঞ্জের জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে বঙ্গারকুড়ি নদীর ওপর কাঠ দিয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্য দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের নিত্যদিনের দুর্ভোগের অবসান হয়েছে। গত শুক্রবার সকাল থেকেই লোকজন সেতুটি ব্যবহার করতে শুরু করেছেন।

উপজেলার বেহেলী ইউনিয়নের বঙ্গারকুড়ি নদীর ওপর প্রায় চার যুগ পর তৈরি হলো এই সেতু। উপজেলার ১৩টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। তবে এত দিন উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপর হতে হতো আসছিলেন স্থানীয়দের। ভোগান্তি নিরসনে একটি সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা তাঁরা।

আছানপুর, হরিপুর, দুর্গাপুর, মদনাকান্দি, রামজীবনপুর, হরিনাকান্দি, পৈন্ডুপ, মামুদপুর, হিজলাসহ প্রায় ১৩টি গ্রামের বাসিন্দারা বাঁশের সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিলেন স্বাধীনতার পর থেকে। এদিকে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন না হওয়ায় রাষ্ট্রের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন এই হাওরাঞ্চলের জনপদ।

বিভিন্ন সময়ে একটি ব্রিজের দাবিতে একাধিক জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েও মেলেনি কোনো ফল।

অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হলো কাঠের সেতু। আর এর মধ্য দিয়েই নিরসন হলো প্রায় ৩০ হাজার লোকজনের দীর্ঘদিনের দুর্ভোগ।

আছানপুর গ্রামের সবর আলী নামে এক ব্যক্তি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল এখানে একটি সেতুর। অবশেষে বাস্তবায়ন হওয়াতে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নদীটিতে কোনো সেতু বা কালভার্ট না থাকায় দুর্ভোগের অন্ত ছিল না। এলাকার ছেলে-মেয়েদের অনেক কষ্ট করে যাতায়াত করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করতে হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত